TRENDING:

পিক আপ ভ্যান থেকে পড়ে গেলেন হেল্পার! মুহূর্তে পিষে দিল পিছনের গাড়ি, দেখেও পালাল চালক!

Last Updated:

কোলাঘাটের দেউলিয়া বাজারে পিকআপ ভ্যান থেকে পড়ে গাড়ির হেল্পার পিষ্ট হয়ে মারা যান, চালকরা মৃতদেহ পিতুলসাহা গ্রামে ফেলে পালায়, তদন্তে নেমেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া বাজারের কাছে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। পিকআপ ভ্যান থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক গাড়ির হেল্পারের। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
কোলাঘাটে ভয়াবহ দুর্ঘটনা: গাড়ির হেল্পার পড়ে গিয়ে পিষ্ট, মৃতদেহ রাস্তায় ফেলে পালাল চালকরা
কোলাঘাটে ভয়াবহ দুর্ঘটনা: গাড়ির হেল্পার পড়ে গিয়ে পিষ্ট, মৃতদেহ রাস্তায় ফেলে পালাল চালকরা
advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, চলন্ত পিকআপ ভ্যান থেকে হঠাৎই রাস্তায় পড়ে যান ওই গাড়ির হেলপার। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁকে পিষে দেয়। সঙ্গে সঙ্গে গুরুতর জখম হন তিনি।

যোগ্য প্রার্থী হয়েও আবার এসএসসি পরীক্ষায় বসতে হবে! আক্ষেপ আন্দোলনকারী শিক্ষক হুমায়ুন ফিরোজের 

সেই কবে বিএড করে বসে আছেন! অবশেষে SSC! ‘ফল প্রকাশ হবে তো?’ উৎকণ্ঠায় সোনারপুরের সাহিদা

advertisement

স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তমলুক হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ, মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে চালকেরা দেহটিকে রাস্তার ধারে পিতুলসাহা গ্রামে ফেলে রেখে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা ঘটনা দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়েই পরিবারও ঘটনাস্থলে পৌঁছয়।

advertisement

শেষ পর্যন্ত তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক হাসপাতালে পাঠায়। এদিকে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পিক আপ ভ্যান থেকে পড়ে গেলেন হেল্পার! মুহূর্তে পিষে দিল পিছনের গাড়ি, দেখেও পালাল চালক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল