সম্প্রতি বেঙ্গল অ্যাচিভার্স পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কাকদ্বীপের বাসিন্দা কোয়েল পুরকাইত। তাঁকে বেস্ট ড্রইং আর্টিস্টের জন্য পুরস্কারটি দেওয়া হয়েছে। কোয়েল কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের বাসিন্দা। কোয়েলের বাবা প্রতাপ পুরকাইত ফুড কর্পোরেশনের অফ ইন্ডিয়াতে কাজ করে। মা মিঠু পুরকাইত গৃহবধু। বর্তমানে কলকাতায় ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিতে পড়াশোনা করে। তিন বছর বয়স থেকেই ছবি আঁকার প্রশিক্ষণ নিতে শুরু করে কোয়েল।
advertisement
এ নিয়ে কোয়েল পুরকাইত জানিয়েছেন, ‘আমাকে বেঙ্গল অ্যাচিভার্স পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি পুরস্কারটি পেয়ে খুব খুশি। আমি আগামীতে ছবি আঁকা নিয়ে কাজ করতে চাই।’ কোয়েলের বাবা প্রতাপ পুরকাইত মেয়ের এই সাফল্যে খুবই খুশি। তিনি জানিয়েছেন, ‘আমি আমার মেয়ের জন্য গর্বিত। কোয়েল ছোটবেলা থেকে ছবি আঁকে। ওর ছবি আঁকাতে খুব আগ্রহ।’
তবে ছবি আঁকার পাশাপাশি ফিল্ম মেকিং নিয়েও কাজ করতে চায় কোয়েল। আগামীদিনে পড়াশোনা শেষ করার পর এই দুইটি জিনিস নিয়ে আরও কাজ করতে চায় কোয়েল। সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছেন। এদিকে কোয়েলের এই সাফল্যের পর খুশি কাকদ্বীপের বাসিন্দারা। কোয়েল ছোট থেকেই দেবরাজ বেরা নামের স্থানীয় অঙ্কন প্রশিক্ষকের কাছে আঁকা শিখত। তিনিও কোয়েলের এই সাফল্যের পর খুবই খুশি। আগামীদিনে কোয়েল আরও বড় জায়গায় যাক এটাই চান তিনি।
নবাব মল্লিক