TRENDING:

South 24 Parganas News: মিনি পেইন্টিং-এ বিরাট সাফল্য! নজির গড়ে চমকে দিলেন কাকদ্বীপের কোয়েল

Last Updated:

South 24 Parganas News: মিনি পেইন্টিং-এ নজির গড়ার পর একের পর এক সাফল্য অর্জন করছে কাকদ্বীপের কোয়েল পুরকাইত। কোয়েল ছবি আঁকার উপর নতুন নতুন সৌন্দর্যায়ন করেন। ফলে তাঁর ছবি নজর কাড়ে সকলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ: মিনি পেইন্টিং-এ নজির গড়ার পর একের পর এক সাফল্য অর্জন করছে কাকদ্বীপের কোয়েল পুরকাইত। কোয়েল ছবি আঁকার উপর নতুন নতুন সৌন্দর্যায়ন করেন। ফলে তাঁর ছবি নজর কেড়েছে সকলের।
advertisement

সম্প্রতি বেঙ্গল অ্যাচিভার্স পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কাকদ্বীপের বাসিন্দা কোয়েল পুরকাইত। তাঁকে বেস্ট ড্রইং আর্টিস্টের জন্য পুরস্কারটি দেওয়া হয়েছে। কোয়েল কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের বাসিন্দা। কোয়েলের বাবা প্রতাপ পুরকাইত ফুড কর্পোরেশনের অফ ইন্ডিয়াতে কাজ করে। মা মিঠু পুরকাইত গৃহবধু। বর্তমানে কলকাতায় ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিতে পড়াশোনা করে। তিন বছর বয়স থেকেই ছবি আঁকার প্রশিক্ষণ নিতে শুরু করে কোয়েল।

advertisement

আরও পড়ুন- তুলসীই ‘ধ্বংস’ করে দেবে সব! খবরদার…! ধারেকাছে রাখবেন না ‘এই’ গাছগুলি, এক ভুলেই কাঙাল, দারিদ্র কুরে কুরে খাবে

এ নিয়ে কোয়েল পুরকাইত জানিয়েছেন, ‘আমাকে বেঙ্গল অ্যাচিভার্স পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি পুরস্কারটি পেয়ে খুব খুশি। আমি আগামীতে ছবি আঁকা নিয়ে কাজ করতে চাই।’ কোয়েলের বাবা প্রতাপ পুরকাইত মেয়ের এই সাফল্যে খুবই খুশি। তিনি জানিয়েছেন, ‘আমি আমার মেয়ের জন্য গর্বিত। কোয়েল ছোটবেলা থেকে ছবি আঁকে। ওর ছবি আঁকাতে খুব আগ্রহ।’

advertisement

View More

আরও পড়ুন-কফিনে শেষ পেরেক পুঁতেছিলেন ‘ইনি’, তারপরই ভাঙন…! অভিষেক-করিশ্মার বিচ্ছেদের আসল ‘খলনায়ক’ কে? পরিচয় জানলে ঘৃণা হবে

তবে ছবি আঁকার পাশাপাশি ফিল্ম মেকিং নিয়েও কাজ করতে চায় কোয়েল। আগামীদিনে পড়াশোনা শেষ করার পর এই দুইটি জিনিস নিয়ে আরও কাজ করতে চায় কোয়েল। সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছেন। এদিকে কোয়েলের এই সাফল্যের পর খুশি কাকদ্বীপের বাসিন্দারা। কোয়েল ছোট থেকেই দেবরাজ বেরা নামের স্থানীয় অঙ্কন প্রশিক্ষকের কাছে আঁকা শিখত। তিনিও কোয়েলের এই সাফল্যের পর খুবই খুশি। আগামীদিনে কোয়েল আরও বড় জায়গায় যাক এটাই চান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নবাব মল্লিক 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মিনি পেইন্টিং-এ বিরাট সাফল্য! নজির গড়ে চমকে দিলেন কাকদ্বীপের কোয়েল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল