আরও পড়ুনঃ ক্যানসার আক্রান্তদের জন্য যা করলেন গৃহবধূ! জেলার মানুষেরা ধন্য ধন্য করছেন
এই ভাঙা মেলা একেবারে সাগর দ্বীপের মানুষজনের মেলা বলা চলে। বিক্রেতারা নিজেদের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। যেখানে শাল, কম্বল, মাদুর সহ গৃহস্থালির অনেক জিনিসপত্র পাওয়া যায়। এই মেলা নিয়ে স্থানীয়রা জানিয়েছেন, গঙ্গাসাগর মেলা চলাকালীন কপিলমুনি চত্বরে ভিন রাজ্য থেকে পূণ্যার্থীরা আসেন। সেসময় সেই ভিড় সাগর দ্বীপের মানুষজন এড়িয়ে চলেন। এরপর গঙ্গাসাগর মেলা শেষ হলেই। সাগরদ্বীপের মানুষরা নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এই ভাঙা মেলার উপরেই ভরসা করেন।
advertisement
এদিকে ব্যবসায়ীরা যাঁরা মেলায় দোকান দেন তারা দোকানের জিনিসপত্র আর বাড়ি ফেরত নিয়ে যেতে চান না সহজেই। ফলে এই মেলায় কিছুটা কম দামেও ভাল জিনিস পাওয়া যায়।এই মেলা শেষ হলে মেলা চত্বর পরিস্কার করার কাজ শুরু করা হবে। তারপর ফাঁকা হয়ে যাবে সবকিছু। আপাতত এই ভাঙা মেলা ভিড় জমিয়ে রেখেছে কপিলমুনি চত্বরে।
নবাব মল্লিক