TRENDING:

West Bardhaman News : দু'লাখ টাকার অপারেশন হয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে! দুর্গাপুর ইএসআই হাসপাতালের বড় সাফল্য

Last Updated:

দু'লাখ টাকার অপারেশন হয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে। আবার সুস্থভাবে হাঁটাচলা করার ক্ষমতা ফিরে পেয়েছেন রোগী। স্বপ্ন দেখছেন পাহাড়ে ঘুরতে যাওয়ার। চিকিৎসক এবং তাঁর টিমের অক্লান্ত পরিশ্রমে বড় সাফল্য পেয়েছে দুর্গাপুর ইএসআই হাসপাতাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর : দু’লাখ টাকার অপারেশন হয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে। আবার সুস্থভাবে হাঁটাচলা করার ক্ষমতা ফিরে পেয়েছেন রোগী। স্বপ্ন দেখছেন পাহাড়ে ঘুরতে যাওয়ার। চিকিৎসক এবং তাঁর টিমের অক্লান্ত পরিশ্রমে বড় সাফল্য পেয়েছে দুর্গাপুর ইএসআই হাসপাতাল। কারণ প্রথমবার দুর্গাপুর ইএসআই হাসপাতালে সফল হয়েছে হাঁটু প্রতিস্থাপন অস্ত্রপোচার।
advertisement

দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা অনিমা সাহা, বেশ কিছুদিন ধরেই তীব্র হাঁটুর যন্ত্রনা ভোগ করছিলেন। চিকিৎসার জন্য যান দুর্গাপুর ইএসআই হাসপাতালে। সেখানেই তাঁর হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা বুঝতে পারেন চিকিৎসকরা। কিন্তু এতদিন পর্যন্ত ইএসআই হাসপাতালে এই পরিষেবা ছিল না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নেয় যাতে সেখানেই হাঁটু প্রতিস্থাপন অস্ত্রপচার করা যায়। সেই মতশুরু হয় পরিকল্পনা এবং ব্যবস্থা নেওয়া হয়। অবশেষে আসে সাফল্য।

advertisement

আরও পড়ুন : ইদের দিন বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! গরম নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

এই বিষয়ে ইএসআই হাসপাতালের মেডিকেল সুপার চিকিৎসক দীপাঞ্জন বক্সী জানিয়েছেন, এতদিন হাঁটু প্রতিস্থাপনের মতো অস্ত্রপচার জেলা ইএসআই হাসপাতালগুলিতে হত না। হয় কলকাতা যেতে হত। নয়তো কোনও বেসরকারি হাসপাতালে রেফার করতে হত। তাতে রোগীদের নানা সমস্যায় পড়তে হত। তাই ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় সেখানেই অপারেশন করা হবে। যে অপারেশনে হাসপাতালে পুরো অর্থোপেডিক টিম-সহ সমস্ত চিকিৎসকরা সহযোগিতা করেছেন। আর তার ফলে অনিমা দেবীর হাঁটু প্রতিস্থাপন সফলভাবে করা গিয়েছে।

advertisement

View More

আরও পড়ুন : পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন? বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে? দেখে নিন কেমন থাকবে উত্তরবঙ্গের ওয়েদার

প্রসঙ্গত, অনিমা দেবীর হাঁটুর অপারেশন সফলভাবে করেছেন ইএসআই হাসপাতালের চিকিৎসক উদয়ন চৌধুরী এবং তাঁর টিম। তিনি জানিয়েছেন, এই চিকিৎসা করতে প্রায় ২ লক্ষ টাকা খরচ হওয়ার কথা। কিন্তু ইএসআই হাসপাতালে তা সম্পূর্ণ বিনামূল্যে হল। কলকাতার বাইরে জেলার কোনও ইএসআই হাসপাতালে প্রথমবার সফলভাবে হাঁটু প্রতিস্থাপন করতে পেরে গর্বিত হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা। আগামী দিনেও যাতে রোগীদের এই পরিষেবা দেওয়া যায়, সেদিকেই মনোযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : দু'লাখ টাকার অপারেশন হয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে! দুর্গাপুর ইএসআই হাসপাতালের বড় সাফল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল