জলের সমস্যা দীর্ঘদিনের, প্রায় ৩৫-৪০ বছর আগের সমস্যা। গরমের কয়েক মাস দারুণ জলের সমস্যা দেখা দেয় এলাকায়। এ ঘটনা রাজ্যের প্রধান কার্যালয় নবান্ন থেকে সামান্য দূরত্বে। সাঁকরাইল ব্লকের বানুপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ বহুবার পঞ্চায়েতে জানিয়েও সুরাহা মেলেনি বলেই অভিযোগ স্থানীয়দের।
বানুপুর দুই গ্রাম পঞ্চায়েতের ১১ টি সংসদের বিভিন্ন এলাকায় জলের সমস্যা রয়েছে। সারা বছর কয়েকটা মাস বাদ দিয়ে জলের সমস্যা ঠায়। জলের সমস্যা সমাধানে পঞ্চায়েত বিডিও বিভিন্ন দফতরে একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা।
advertisement
আরও পড়ুন: গ্রামের মানুষের ভরসা ২০ টাকায় চিকিৎসা! বিশেষজ্ঞ ডাক্তাররা দিচ্ছেন পরিষেবা
অবশেষে ‘দিদিকে বলো’তে ফোন করে সমস্যা তুলে ধরতে কেএমডি-এ কাজ শুরু করে। ইতিমধ্যেই পাইপলাইন বসানোর কাজ সমাপ্ত হয়েছে। এক সপ্তাহের মধ্যে কল লাগিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। খুব দ্রুত রাজগঞ্জ আন্ডারগ্রাউন্ড পাড়ার বহু পরিবার পানীয় জলের সমস্যা মুক্ত হতে চলেছে। বানুপুর দুই গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক তপন দাস জানান, এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। বিডিও, জেলা পরিষদ এবং কেএমডিকে বারবার জানান হয়েছে। কিন্তু কোন কিছুতেই কাজ হয়নি। অবশেষে ‘দিদিকে বলো’ ফোন করে কাজ শুরু হয়। পাইপলাইন বসছে দেখে স্থানীয় মানুষ খুশি। তবে সমস্ত এলাকায় পানীয় জল সমস্যা সমাধান হলে আরও বেশি খুশির।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান এবং উপ প্রধান জানান, বানুপুর দুই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংসদে জলের সমস্যা সমাধান হলে তবেই নিশ্চিন্ত হওয়া যাবে।
রাকেশ মাইতি