TRENDING:

প্রাথমিক স্কুলে নির্বাচন! ৫ সদস্যের ‘মন্ত্রিসভা’য় প্রার্থী, ২০ লাইনে দাঁড়িয়ে ভোট দিল ছোটরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেলডাঙা: সাবালক হওয়ার আগেই গণতন্ত্রের পাঠ। ভোটদানে ছোটদের সড়গড় করতে উদ্যোগী স্কুল। বড়দের মতোই লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিল তারা। উপলক্ষ স্কুল সংসদের নির্বাচন। মন্ত্রিসভার পাঁচটি পদে লড়াইয়ে নামল কুড়ি জন। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের বেলডাঙা আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে হয়ে গেল ছোটদের ভোট।
advertisement

পরিচয়পত্র হাতে ভোটারদের লম্বা লাইন। ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতেই তালিকা মিলিয়ে ভোটারের পরিচয় যাচাই। তারপর আঙুলে কালি লাগিয়ে, তবেই ব্যালটে ছাপ। চেনা ছবিটায় কোনও খুঁত নেই।

তবে এই নির্বাচন স্পেশাল। ভোটার থেকে প্রার্থী। সকলেই প্রাথমিক পড়ুয়া।

ছোটদের গণতন্ত্রের পাঠ দিতেই এই আয়োজন। উদ্যোগ মুর্শিদাবাদের বেলডাঙা আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের। ২০১২ সাল থেকে চাইল্ড ক্যাবিনেট নির্বাচন হচ্ছে। পাঁচজন মন্ত্রী থাকে এই ক্যাবিনেটে।’ এমনটাই দাবি  প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্তের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরা ও তার সমাধান বের করাই স্কুল সংসদের কাজ। এতে শিশুদের মধ্যে নিজেদের দায়িত্ব সম্পর্কেও সচেতনতা বাড়ে। তাই নির্বাচনের এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রাথমিক স্কুলে নির্বাচন! ৫ সদস্যের ‘মন্ত্রিসভা’য় প্রার্থী, ২০ লাইনে দাঁড়িয়ে ভোট দিল ছোটরা