স্থানীয় সূত্রে জানা গেছে জানাই এলাকায় এক মহিলা ও মূক-বধির পুরুষ সঙ্গীর সঙ্গে একটি শিশুকে দেখে এলাকায় ছেলেধরা গুজব রটে যায়। যদিও এলাকার মানুষ পরিস্থিতি জটিল হওয়ার আগেই চণ্ডীতল থানায় খবর দেয়। এর পরই পুলিশ এসে শিশু সহ দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায়।
আরও পড়ুন – Astro Tips: শত্রু কে! চিনতে পারছেন না, জ্যোতিষীর পরামর্শে চিনুন শত্রুকে, নাশ করুন এই টোটকায়
advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে দুজনেরই বাড়ি সুন্দরবন এলাকায় ।আজ শিয়ালদা থেকে ট্রেনে চেপে জানাই এসে এক আত্মীয়র ঠিকানা জিজ্ঞাসা করে স্থানীয়দের কাছ থেকে। পুরুষ সঙ্গী মূক ও বধির হওয়ার কারণে কোনো কথা বলতে পারছিলেন না আর এই কারণেই ছেলে ধরা গুজব রটে যায় এলাকায়।কোনো অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে তার আগেই শিশু সহ দু’জনকে আটকে রেখে থানায় খবর দেয় স্থানীয়রাই।
পুলিশ শিশু সহ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ সূত্রে জানা দুজন স্বামী- স্ত্রী। স্বামী রফিকুল মল্লিক ও তাঁর স্ত্রী রেজিনা বিবি।শিশুটি তাঁদেরই সন্তান।
প্রসঙ্গত, ছেলে ধরার ঘটনায় যেভাবে বেশ কিছুদিন যাবৎ ঘটে চলেছে তাতে আতঙ্কিত আমজনতা। আতঙ্কের বশেই যে কোনও মানুষকে এইভাবে ছেলে ধরার তকমার শিকার হতে হচ্ছে। হুগলির ঘটনায় নিজের সন্তানকে সঙ্গে নিয়ে যাবার সময় তাদেরকে স্থানীয় বাসিন্দাদের থেকে ছেলে ধরার অভিযোগ শুনতে হয়। তবে ঘটনায় পুলিশের উপস্থিতিতে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় ওই দম্পতি সহ শিশুটিকে।
Rahi Halder