সকাল থেকেই তাকে উৎসাহভরে অপেক্ষা করতে দেখে স্টেশনের যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও কৌতূহলী হয়ে পড়েন। জিজ্ঞাসা করতেই ছেলেটি জানায়, আমি এসি লোকালে উঠব। যদিও এই কথা শুনে অনেকেই তাকে ব্যঙ্গ করে বলেন, তুই উঠলেই নামিয়ে দেবে। কিন্তু কথার উত্তর না দিয়ে ট্রেনের জন্য চুপচাপ অপেক্ষা করতে থাকে ভবঘুরে শিশুটি। অবশেষে এসি লোকাল বামনগাছি স্টেশনে ঢুকতেই দরজা খুললে ওঠে শিশুটি। ময়লা জামা কাপড় পরা ওই ভবঘুরে শিশুটিকে দেখেই দরজায় দাঁড়িয়ে থাকা আরপিএফ কর্মী তাকে আটকে ‘নেমে যেতে’ বলেন।
advertisement
তখনই নিজের পকেট থেকে টিকিট বের করে দেখায় সে। টিকিট দেখে আরপিএফ কর্মীও অবাক। মুহূর্তেই শিশুটিকে স-সম্মানে ভেতরে বসার ব্যবস্থা করে দেন তিনি। এ দৃশ্য দেখে স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকে হতবাক হয়ে যান।
কেউ কেউ হাততালি দিয়েও প্রশংসা জানান শিশুটির এমন কান্ডে। যেখানে প্রতিদিনই বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে অনেক যাত্রীকে জরিমানার মুখে পড়তে হয়- সেই জায়গায় দাঁড়িয়ে এক ভবঘুরে শিশুর টিকিট কেটে এসি লোকালে যাত্রা এখন চর্চার বিষয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে তার এই ঘটনার কথা।
Rudra Narayan Roy





