TRENDING:

খয়রাশোল থানার মহতী উদ্যোগ! বিনামূল্যে খুদেদের শেখাচ্ছে ক্যারাটে, খুশি এলাকার বাসিন্দারা

Last Updated:

প্রয়োজনকে সামনে রেখেই বীরভূম জেলা পুলিশ তথা খয়রাশোল থানার অনন্য উদ্যোগে শুরু হয়েছে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির 'শিখা' প্রকল্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: বর্তমান সময়ে নারী সুরক্ষা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রয়োজন। সেই প্রয়োজনকে সামনে রেখেই বীরভূম জেলা পুলিশ তথা খয়রাশোল থানার অনন্য উদ্যোগে শুরু হয়েছে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির ‘শিখা’ প্রকল্প। থানা চত্বরে সপ্তাহে দু’ই দিন অনুষ্ঠিত হচ্ছে এই বিনামূল্যের ক্যারাটে প্রশিক্ষণ শিবির, যেখানে খয়রাশোল ও আশেপাশের এলাকার প্রায় ৫০ জন ছেলে-মেয়ে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে আত্মরক্ষা ও শারীরিক গঠনের উদ্দেশ্যে।
advertisement

এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ প্রশিক্ষক অলোক চ্যাটার্জী, যিনি গত ১৩ বছর ধরে এলাকার বিভিন্ন প্রান্তে ক্যারাটে শিক্ষা দিয়ে আসছেন। প্রশিক্ষক অলোকবাবু জানান, “এই ক্লাসটার নাম ‘শিখা’, প্রথমে তপাই বিশ্বাসবাবু শুরু করেছিলেন, বর্তমানে ওসি কাবুল আলীর নেতৃত্বে তা আরও বিস্তৃত হয়েছে। আশা করি, ভবিষ্যতেও এটি ধারাবাহিকভাবে চলবে।” প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু আত্মরক্ষা নয় মানসিক শক্তি বৃদ্ধি, শারীরিক গঠন, পড়াশোনায় মনোযোগ এবং নেশামুক্ত জীবন গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।

advertisement

আরও পড়ুন: রাস উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন হল পুরুলিয়ায়! প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো

নবম শ্রেণীর ছাত্রী বৃষ্টি মান্না বলেন, “আমাদের মনে হয় এখন আমরা আর মার খেয়ে আসব না, আমরা প্রতিবাদ করব। ক্যারাটে শেখার ফলে আত্মবিশ্বাস অনেক বেড়েছে।” অভিভাবিকা সুমনা ঘোষ জানান, “আমার ছেলে এখানে শেখে, খুব ভাল লাগে। স্যার সবাইকে আন্তরিকভাবে শেখান, নিয়মিত ক্লাস হয়, বুধবার ও শুক্রবার। ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগও পায় বাচ্চারা।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় দিনেদুপুরে দুঃসাহসিক চুরি! প্রায় ২৫ লক্ষের গয়না নিয়ে পালাল ২ দুষ্কৃতী
আরও দেখুন

অন্য অভিভাবক দেবাশীষ সেন বলেন, “এটা অত্যন্ত সাধু উদ্যোগ। স্যারের পাংচুয়ালিটি ও ব্যবহারে আমরা মুগ্ধ। শুধু আত্মরক্ষা নয়, এই প্রশিক্ষণ বাচ্চাদের জীবনে শৃঙ্খলা, ফিটনেস ও আত্মবিশ্বাস তৈরি করছে। এমন উদ্যোগই গড়ে তুলতে পারে একটি সুস্থ সমাজ।” সামাজিক দায়বদ্ধতা থেকে উঠে আসা এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খয়রাশোল থানার মহতী উদ্যোগ! বিনামূল্যে খুদেদের শেখাচ্ছে ক্যারাটে, খুশি এলাকার বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল