এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ প্রশিক্ষক অলোক চ্যাটার্জী, যিনি গত ১৩ বছর ধরে এলাকার বিভিন্ন প্রান্তে ক্যারাটে শিক্ষা দিয়ে আসছেন। প্রশিক্ষক অলোকবাবু জানান, “এই ক্লাসটার নাম ‘শিখা’, প্রথমে তপাই বিশ্বাসবাবু শুরু করেছিলেন, বর্তমানে ওসি কাবুল আলীর নেতৃত্বে তা আরও বিস্তৃত হয়েছে। আশা করি, ভবিষ্যতেও এটি ধারাবাহিকভাবে চলবে।” প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু আত্মরক্ষা নয় মানসিক শক্তি বৃদ্ধি, শারীরিক গঠন, পড়াশোনায় মনোযোগ এবং নেশামুক্ত জীবন গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।
advertisement
আরও পড়ুন: রাস উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন হল পুরুলিয়ায়! প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো
নবম শ্রেণীর ছাত্রী বৃষ্টি মান্না বলেন, “আমাদের মনে হয় এখন আমরা আর মার খেয়ে আসব না, আমরা প্রতিবাদ করব। ক্যারাটে শেখার ফলে আত্মবিশ্বাস অনেক বেড়েছে।” অভিভাবিকা সুমনা ঘোষ জানান, “আমার ছেলে এখানে শেখে, খুব ভাল লাগে। স্যার সবাইকে আন্তরিকভাবে শেখান, নিয়মিত ক্লাস হয়, বুধবার ও শুক্রবার। ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগও পায় বাচ্চারা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্য অভিভাবক দেবাশীষ সেন বলেন, “এটা অত্যন্ত সাধু উদ্যোগ। স্যারের পাংচুয়ালিটি ও ব্যবহারে আমরা মুগ্ধ। শুধু আত্মরক্ষা নয়, এই প্রশিক্ষণ বাচ্চাদের জীবনে শৃঙ্খলা, ফিটনেস ও আত্মবিশ্বাস তৈরি করছে। এমন উদ্যোগই গড়ে তুলতে পারে একটি সুস্থ সমাজ।” সামাজিক দায়বদ্ধতা থেকে উঠে আসা এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন।





