আরও পড়ুন: জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা, গা-হাত-পায়ের ব্যথা কমাবে এক টুকরো আদা! জানুন কীভাবে খাবেন
মূল মন্দিরে শ্যামের বিগ্রহ ফেরার পরই শুরু হয়ে যায় খিচুড়ি লুঠ। আর এই খিচুড়ি লুটের রীতি জনমানষে ‘বিরাট ভোগ’ নামে পরিচিত। মন্দিরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ২১ কুইন্টাল চাল ডালের খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল। পুরোটাই ভক্তদের দানে। এই খিচুড়ি লুঠ শ্যামসুন্দর মন্দিরের রাস উৎসবের বিশেষ অন্যতম আকর্ষণ। ভক্তদের কথায়, রাস উৎসব উপলক্ষে রাজ্যের আর কোথাও এই ‘বিরাট ভোগ’ প্রথা চালু নেই।
advertisement
আরও পড়ুন: ডিসেম্বরের শুরুতেও নেই তেমন শীত, পর্যটকদের আকালে টাকিতে হতাশ ব্যবসায়ীরা
চার দিন ধরে রাস উৎসব চললেও, এক মাস ধরে চলে মেলা। আর তাই রাস উৎসব ঘিরে শ্যামসুন্দরের মন্দির সহ আশপাশের একাধিক মন্দির এবং বাড়ি সেজে ওঠে আলোক মালায়৷ শুধু খড়দহ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ খড়দহের শ্যামসুন্দর মন্দিরের রাস উৎসব দেখতে ভিড় করেন। অগণিত ভক্তের কথা মাথায় রেখে ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন রাখা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিন মন্দির প্রাঙ্গনে খিচুড়ি লুটের প্রসাদ পেতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। আর সেখানেই বালতি গামলা নিয়ে ভক্তরা হামলে পড়লেন খিচুড়ির উপর।
Rudra Nrayan Roy