এই মামলায় শুক্রবার ভোরে ডিডি ব্যারাকপুর ও ডায়মন্ড হারবার পুলিশ বিভাগের একটি যৌথ অভিযানে দক্ষিণ ২৪ পরগনার ডোরি কেওড়াডাঙ্গা, পোস্ট বেতবেড়িয়া, থানা বিষ্ণুপুর এলাকা থেকে কংস প্রামাণিক (৫৮), গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
advertisement
বাজেয়াপ্ত অস্ত্রগুলির মধ্যে রয়েছে, একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড ৯ এমএম গুলি, একটি দেশীয় তৈরি শটার বন্দুক, চার রাউন্ড ৮ এমএম গুলি। ধৃতকে রহড়া থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোনও বৃহত্তর অপরাধচক্রের সঙ্গে যুক্ত হতে পারে।
উদ্ধার হওয়া অস্ত্র
আরও পড়ুন: জানেন শপিং মল-সিনেমা হল-অফিস বাথরুমের দরজার নিচে ফাঁক থাকে কেন? পঞ্চম কারণটি শুনলে মাথা ঘুরে যাবে!
কয়েকদিন আগেই খড়দহে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছিল, এবার সেই তদন্তে আরও অগ্রগতি হল বলেই মনে করছে পুলিশ প্রশাসন।
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়েন্দা বিভাগের তৎপরতায় ফের একবার বড়সড় অপরাধচক্রের জাল উন্মোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনের আগে এরকম পরপর বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় রহড়া থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা বিভাগের সাফল্য।
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়েন্দা বিভাগের তৎপরতায় ফের একবার বড়সড় অপরাধচক্রের জাল উন্মোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনের আগে এরকম পরপর বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের রহড়া থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা বিভাগের সাফল্য।