আরও পড়ুন: রাজ্যপাট হাতের মুঠোয়, তবু কেন আজ চারে চার চাইছে তৃণমূল
এদিন সকাল থেকেই খড়দহ বিধানসভার বুথে বুথে ঘুরে দেখেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সময়ই কল্যাণনগর বিদ্যাপীঠ বুথে ঢুকতে বাধা দেওয়া হয় শোভনদেবকে। সেই সময়ই তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। বাকবিতন্ডার পর তৃণমূল প্রার্থী ঢুকতে পারলেও এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তুলে সরব হন শোভনদেব বাবু। কেন এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে সরব হন তিনি। কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ ছিল, তৃণমূলের এজেন্ট দলীয় প্রার্থীর নাম লেখা ব্যাচ পরে বসতে চাইছিলেন। সেই কারণেই তাঁকে বসতে দেওয়া হয়নি।
advertisement
আরও পড়ুন: নামতে শুরু করেছে তাপমাত্রা, কবে পড়বে জাঁকিয়ে শীত? জানুন হাওয়া অফিসের Latest Update...
যদিও শোভনদেব বাবু পাল্টা অভিযোগ করে বলেন, ''আটটা নির্বাচন করেছি। এমন কোন নিয়ম কখনও শুনিনি। কেন্দ্রীয় বাহিনীর কোনও ক্ষমতা নেই এ ধরনের পদক্ষেপ করার। ভোটারদের ফিরিয়ে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, বিস্ফোরক অভিযোগ করেন শোভনদেব চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন: প্রশিক্ষণ ছাড়া আর ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু নয়, আয়কর আবাসনে তৈরি হল ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প
এরই মধ্যে খড়দহে ভোট দিয়েছেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। খড়দহের সূর্যসেন হাইস্কুলে ভোট দান করলেন তিনি। ভোট দিতে এসে স্বামীর কথা মনে পড়ায় আবেগতাড়িত হয়ে পড়লেন নন্দিতাদেবী।