TMC vs BJP| Bengal bypoll: রাজ্যপাট হাতের মুঠোয়, তবু কেন আজ চারে চার চাইছে তৃণমূল

Last Updated:

TMC vs BJP Bengal bypoll: হালকা চালে না নিয়ে তৃণমূল এই উপনির্বাচনের জন্যেও যথেষ্ট ওয়ার্ম আপ করেছে, বিজেপি যে সহজে ওয়াকওভার পাবে না তা পরিষ্কার। কিন্তু কেন এই কসরৎ শাসকদলের?

আজ আরও একবার লড়াইয়ের ময়দানে মমতা ও শুভেন্দুর বাহিনী।
আজ আরও একবার লড়াইয়ের ময়দানে মমতা ও শুভেন্দুর বাহিনী।
#কলকাতা: ‌বাংলার ২০২১ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জিতে ক্ষমতায় এসেছে তৃণমূল। কিন্তু কোথাও করোনার কারণে প্রার্থী মৃত্যু, কোথাও আবার জিতেও বিরোধীদলের সাংসদের দিল্লি ফিরে যাওয়া ইত্যাদি কারণে আজ আরও একবার লড়াইয়ের ময়দানে রাজ্যের যুযুধান শিবিরগুলি (Bengal bypoll)। আপাতদৃষ্টিতে রাজ্যের চার প্রান্তের এই ভোট তৃণমূলের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। বরং এই জয় পরাজয় অনেক বড় ফ্যাক্টর বিজেপির কাছে। সদ্য শেষ হওয়া নির্বাচনে জেতা শান্তিপুর এবং দিনহাটা দখলে রাখতে পারলে পায়ের তলায় কিছুটা হলেও মাটি থাকবে রক্ষা হবে অস্তিত্ব। অন্য দিকে তৃণমূলের লড়াইটা সাম্রাজ্যবিস্তারের। বলাই বাহুল্য হালকা চালে না নিয়ে তৃণমূল এই উপনির্বাচনের জন্যেও যথেষ্ট ওয়ার্ম আপ করেছে, বিজেপি যে সহজে ওয়াকওভার পাবে না তা পরিষ্কার। কিন্তু কেন এই কসরৎ শাসকদলের?
রাজনৈতিক মহলের মতে তৃণমূলের এই মুহুর্তের ফোকাস সাম্রাজ্য বিস্তার। শক্তি বাড়াতে চায় ঘাসফুল শিবির। সেই কারণেই ভোটে জেতার পরেও ক্রমাগত দলে জায়গা করে দেওয়া হয়েছে দলত্যাগীদের। ঠিক এই কারনেই আজ ২-২ (পুরনো ফল এই চার আসনের) নয় ৪-এ ৪ করতে চায় তৃনমূল।
উত্তরবঙ্গে বিজেপির অস্তিত্ব দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। সোশ্যাল  ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে বিজেপি সেখানে মতুয়া, রাজবংশী প্রভৃতি গোষ্ঠীকে আলাদা আলাদা প্রতিশ্রুতি দিয়ে এসেছে। বিজেপির সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে কাটে নি তা প্রমাণ করতে এখনও মরিয়া তৃণমূল। মাত্র ৫৭ ভোটে হেরে যাওয়া দিনহাটায় এবার জিততে পারলে উত্তরবঙ্গে বিজেপির জমি সামান্য হলেও কমবে , আর সেটাই অভীষ্ট তৃণমূলের।
advertisement
advertisement
খড়দহ তৃণমূলের চ্যালেঞ্জ অবশ্য ব্যবধানটা রাখা। কারণ প্রার্থী হেভিওয়েট। খড়দহের লড়াইয়ে কাজল সিনহা বিজেপির শীলভদ্র দত্তকে ২৮ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। ফল ঘোষণার অব্যবহিত পরেই করোনায় তাঁর মৃত্যু হয়। ভবানীপুরের আসন তৃণমূল নেত্রীকে উপহার দিয়ে এখানে কাজল সিনহার পরিবর্ত হিসেবে লড়তে এসেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কাজল সিনহার স্মৃতি এবং শোভনদেবকে যোগ্য সন্মান দিতে খড়দহে ঝাঁপাচ্ছে তৃণমূল। আবার গোসাবা তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে যে বিজেপি দাঁত ফোটাতে পারেনি তা প্রমাণ করতে চায় শাসকদল।
advertisement
আজ হলে বিজেপির মান রক্ষা হবে। পুরভোটের প্রস্তুতিটা জমকালো ভাবে নিতে পারবে বিজেপি শিবির। আত্মবিশ্বাস বাড়বে নীচুতলার। এই লড়াইটা বিজেপির কাছে বিপর্যয় মোকাবিলার, ড্যামেজ কন্ট্রোলের। তৃণমূলের কাছে শক্তি প্রদর্শনের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC vs BJP| Bengal bypoll: রাজ্যপাট হাতের মুঠোয়, তবু কেন আজ চারে চার চাইছে তৃণমূল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement