সে সময় হস্টেলের আধিকারিকরা গিয়ে যখন তার দরজা খোলার চেষ্টা করে তখন দেখা যায় ভেতর থেকে বন্ধ রয়েছে। এরপর বহুবার দরজা নাড়া দিলেও দরজা না খোলায় শেষমেশ ভোর তিনটে নাগাদ পুলিশকে খবর দেওয়া হয়। আইটি ক্যাম্পাসের মধ্যে থাকা আইআইটি হিজলি ফাঁড়ি পুলিশ গিয়ে দরজা ভেঙে ঢুকে ঝুলন্ত অবস্থায় আসিফের দেহ উদ্ধার করে।
advertisement
বিহারের শেহয়ার জেলার গারাহিয়া বাসিন্দা বলে জানা গিয়েছে। IIT কর্তৃপক্ষের তরফ থেকে তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। ঠিক কী কারণে এই আত্মহত্যা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
advertisement
জানা গিয়েছে, আসিফ কামার ছুটিতে বাড়ি যাওয়ার জন্য নিজের জিনিসপত্র গুছিয়ে রেখেছিলেন। তারপরে হঠাৎ করে কেন আত্মহত্যার ঘটনা ঘটল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 04, 2025 11:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kharagpur IIT: ফের সেই খড়গপুর আইআইটি! বন্ধ ঘরের ভিতরে ছাত্রের ভয়াবহ পরিণতি! কী ঘটেছিল? কেন একের পর এক ভয়ঙ্কর ঘটনা?