TRENDING:

Indian Idol 15: ইন্ডিয়ান আইডলে ফার্স্ট রানার আপ বাংলার ছেলে! শুভজিৎ ঘরে ফিরলেন, তাঁর লড়াইয়ের গল্প জানুন

Last Updated:

Paschim Medinipur News: বাংলার লোকগীতি এবং হিন্দি গানকে একসঙ্গে মিশিয়ে দিয়েছেন শুভজিৎ। একদিকে যেমন বিচারকের মন জয় করেছেন, তেমনই মন জিতে নিয়েছেন সঙ্গীতপ্রেমী মানুষদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: অভাবের সংসার। কোনওভাবে টানাটানি করে বড় হয়ে ওঠা। এরপর বাবার থেকে গান শেখা। বাবা একজন পেশাগত সঙ্গীতশিল্পী। বিভিন্ন জায়গায় গান শিখিয়ে সংসার চালান। এক চিলতে বাড়িতে তিনজনের বাস। এভাবেই টানের সংসারে আশার আলো দেখিয়েছেন এই কৃতী যুবক। রাজ্য স্তর নয়, দেশের সর্ব বৃহৎ গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে রানার্সআপ হয়ে নাম উজ্জ্বল করেছে খড়্গপুরের। শুধু তাই নয়, বাংলার লোকগীতি এবং হিন্দি গানকে একসঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি। একদিকে যেমন বিচারকের মন জয় করেছেন, তেমনই মন জিতে নিয়েছেন সঙ্গীতপ্রেমী মানুষদের।
advertisement

অর্থ যে কোনও অংশে বাধা হতে পারে না তার আরেকটা প্রমাণ খড়্গপুরের শুভজিৎ। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা পরিবারে। তাও খড়গপুর থেকে মুম্বই পাড়ি। সেখানে গান গেয়ে গোটা দেশে নাম করেছেন এই ছেলে। এখন সারা বাংলার কাছে পরিচিত নাম খড়্গপুরের শুভজিৎ চক্রবর্তী। খড়গপুর গ্রামীণের চাঙ্গুয়াল এলাকার বাসিন্দা তিনি। বাবার কাছেই ছোট থেকে তালিম। মা-ও একজন পেশাদার শিল্পী ছিলেন। এভাবেই শিল্পীর পরিবারে বড় হয়ে ওঠা শুভজিতের। বাবার সঙ্গে গুনগুনিয়ে গাইতেন গান। পরবর্তীতে কলকাতা এবং তারপর মুম্বই মাতিয়েছেন তিনি। বাংলার লোকগানের প্রসার করেছে সারা দেশের মানুষের কাছে।

advertisement

অভাবের সংসার চালাতে কখনও পান দোকানে বসতে হয়েছে তাঁকে। সেখানে বসে গান গাইতেন। তাঁর গানের গলা শোনার জন্য ভিড়ও জমত দোকানে। বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে, হারমোনিয়াম এর রিডগুলো তেমন আর বাজে না। এভাবেই প্র্যাকটিস করতেন শুভজিৎ। তার গানের গলা মুগ্ধ করেছে। বাড়ি ফিরতেই আনন্দে মেতে উঠেন সকলে।

advertisement

হুডখোলা গাড়িতে চাপিয়ে গোটা এলাকা ঘোরেন সাধারণ মানুষ। সম্মান জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ। এখন শুভজিৎ কলকাতার একটি কলেজে পড়াশোনা করছে। তবে প্রত্যন্ত এলাকা থেকে মুম্বাই দাপানো, দিন আনা দিন খাওয়া পরিবারে আশার আলো জোগাবে গায়ক শুভজিৎ চক্রবর্তী, আশায় সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Idol 15: ইন্ডিয়ান আইডলে ফার্স্ট রানার আপ বাংলার ছেলে! শুভজিৎ ঘরে ফিরলেন, তাঁর লড়াইয়ের গল্প জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল