বাড়িতে অভাব। টাকা উপায়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন বাঁকুড়ার ছাতনার শোয়ারবাকড়া গ্রামের দুই যুবক অভিজিৎ মণ্ডল ও কল্যাণ মণ্ডল। মাস তিনেক আগে একটি ঠিকাদারি সংস্থায় যোগ দিতে কেরল পাড়ি দেন তাঁরা। এতদিন সব ঠিকঠাক চলছিল। কিন্তু, বাধ সাধল প্রাকৃতিক দুর্যোগ। বন্যা তাণ্ডব চালাচ্ছে উপকূলবর্তী এই রাজ্যে। তার গ্রাসে ছাতনার দুই যুবকও।
advertisement
দিন দুয়েক আগে বাড়িতে ফোন করেছিল অভিজিৎ ও কল্যাণ। তারপর থেকে আর কোনও খবর নেই। আশঙ্কা আর উদ্বেগ দু'জনের পরিবারেই। যোগাযোগ করা সম্ভব হয়নি ঠিকাদারি সংস্থার সঙ্গেও। ঘরের ছেলে এখন কোথায়? উত্তর জানা নেই। তাঁদের উদ্ধারে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে পরিবার।
আরও পড়ুন
জানেন কী এই পরিষেবাগুলির জন্যও গ্রাহকদের থেকে চার্জ নেয় SBI
কেরলের বন্যায় মৃতের তালিকায় রয়েছেন এরাজ্যের এক বাসিন্দা ৷ কাজ করতে গিয়ে মারা গেলেন নদিয়ার নাকাশিপাড়ার দিলওয়ার মল্লিক। সংসারে একটু স্বচ্ছলতার খোঁজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কেরলের ত্রিচুরে যান দিলওয়ার মল্লিক। শনিবার সন্ধেয় নদিয়ার নাকাশিপাড়ার চৌমোড় গ্রামের বাড়িতে আসে দুঃসংবাদ। কাটোয়ার নতুনগ্রামের প্রায় দেড়শো যুবক কেরলে কাজে গিয়ে বিপদে পড়েছেন। কেরল থেকে বাংলার বাসিন্দা ও পর্যটকদের ফেরাতে রাজ্যের আবেদনে রেল তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন