TRENDING:

কেরলে কাজে গিয়ে দুর্যোগের মাঝে নিখোঁজ বাঁকুড়ার ২ যুবক

Last Updated:

দিন দুয়েক আগে শেষবার বাড়ির সঙ্গে যোগাযোগ হয়। তারপর থেকে ফোন বন্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: কেরলে ঠিকাদারি সংস্থার কাজে গিয়ে দুর্যোগের মাঝে নিঁখোজ বাঁকুড়ার ছাতনার দুই যুবক। দিন দুয়েক আগে শেষবার বাড়ির সঙ্গে যোগাযোগ হয়। তারপর থেকে ফোন বন্ধ। উদ্ধারের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে পরিবার।
advertisement

বাড়িতে অভাব। টাকা উপায়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন বাঁকুড়ার ছাতনার শোয়ারবাকড়া গ্রামের দুই যুবক অভিজিৎ মণ্ডল ও কল্যাণ মণ্ডল। মাস তিনেক আগে একটি ঠিকাদারি সংস্থায় যোগ দিতে কেরল পাড়ি দেন তাঁরা। এতদিন সব ঠিকঠাক চলছিল। কিন্তু, বাধ সাধল প্রাকৃতিক দুর্যোগ। বন্যা তাণ্ডব চালাচ্ছে উপকূলবর্তী এই রাজ্যে। তার গ্রাসে ছাতনার দুই যুবকও।

advertisement

দিন দুয়েক আগে বাড়িতে ফোন করেছিল অভিজিৎ ও কল্যাণ। তারপর থেকে আর কোনও খবর নেই। আশঙ্কা আর উদ্বেগ দু'জনের পরিবারেই। যোগাযোগ করা সম্ভব হয়নি ঠিকাদারি সংস্থার সঙ্গেও। ঘরের ছেলে এখন কোথায়? উত্তর জানা নেই। তাঁদের উদ্ধারে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে পরিবার।

আরও পড়ুন 

জানেন কী এই পরিষেবাগুলির জন্যও গ্রাহকদের থেকে চার্জ নেয় SBI

advertisement

কেরলের বন্যায় মৃতের তালিকায় রয়েছেন এরাজ্যের এক বাসিন্দা ৷ কাজ করতে গিয়ে মারা গেলেন নদিয়ার নাকাশিপাড়ার দিলওয়ার মল্লিক। সংসারে একটু স্বচ্ছলতার খোঁজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কেরলের ত্রিচুরে যান দিলওয়ার মল্লিক। শনিবার সন্ধেয় নদিয়ার নাকাশিপাড়ার চৌমোড় গ্রামের বাড়িতে আসে দুঃসংবাদ। কাটোয়ার নতুনগ্রামের প্রায় দেড়শো যুবক কেরলে কাজে গিয়ে বিপদে পড়েছেন। কেরল থেকে বাংলার বাসিন্দা ও পর্যটকদের ফেরাতে রাজ্যের আবেদনে রেল তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

advertisement

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জোড়া ফলায় আগামী কয়েকঘণ্টায় বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, স্বস্তিতে উত্তর

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেরলে কাজে গিয়ে দুর্যোগের মাঝে নিখোঁজ বাঁকুড়ার ২ যুবক