জানেন কী এই পরিষেবাগুলির জন্যও গ্রাহকদের থেকে চার্জ নেয় SBI

Last Updated:
1/7
দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই ৷ দেশজুড়ে ৪৩ হাজারেরও বেশি ব্রাঞ্চ রয়েছে এই ব্যাঙ্কের ৷ দেশের সেরা ব্যাঙ্ক থেকে অসংখ্য পরিষেবা পান গ্রাহকেরা ৷ কিন্তু বেশিরভাগ পরিষেবার বিনিময়ে গ্রাহকদের থেকে চার্জ আদায় করে এসবিআই ৷ (Representational Image)
দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই ৷ দেশজুড়ে ৪৩ হাজারেরও বেশি ব্রাঞ্চ রয়েছে এই ব্যাঙ্কের ৷ দেশের সেরা ব্যাঙ্ক থেকে অসংখ্য পরিষেবা পান গ্রাহকেরা ৷ কিন্তু বেশিরভাগ পরিষেবার বিনিময়ে গ্রাহকদের থেকে চার্জ আদায় করে এসবিআই ৷ (Representational Image)
advertisement
2/7
বেশিরভাগ গ্রাহকেরাই SBI এটিএম পরিষেবাই ব্যবহার করেন ৷ এই ব্যাঙ্কের এটিএম কার্ড দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন ৷ শুধু টাকা তোলা, এটিএমের পিন বদল কিংবা মিনি স্টেটমেন্টই নয় ৷ আরও বেশ কিছু সুবিধা মেলে এটিএম কার্ড থেকে ৷ সেই সব পরিষেবা ও চার্জ সম্পর্কে বেশিরভাগ গ্রাহকই ওয়াকিবহাল ৷ কিন্তু এছাড়াও আরও কিছু সাধারণ ব্যাঙ্কিং পরিষেবার বিনিময়ে গ্রাহকদের থেকে চার্জ আদায় করে এসবিআই ৷ (Representational Image)
বেশিরভাগ গ্রাহকেরাই SBI এটিএম পরিষেবাই ব্যবহার করেন ৷ এই ব্যাঙ্কের এটিএম কার্ড দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন ৷ শুধু টাকা তোলা, এটিএমের পিন বদল কিংবা মিনি স্টেটমেন্টই নয় ৷ আরও বেশ কিছু সুবিধা মেলে এটিএম কার্ড থেকে ৷ সেই সব পরিষেবা ও চার্জ সম্পর্কে বেশিরভাগ গ্রাহকই ওয়াকিবহাল ৷ কিন্তু এছাড়াও আরও কিছু সাধারণ ব্যাঙ্কিং পরিষেবার বিনিময়ে গ্রাহকদের থেকে চার্জ আদায় করে এসবিআই ৷ (Representational Image)
advertisement
3/7
QAB অর্থাৎ কোয়ার্টারলি অ্যাভারেজ ব্যালেন্স, বিশেষ কিছু অ্যাকাউন্টে গ্রাহককে অন্তত ১০ হাজার টাকা ব্যালান্স রাখতেই হয় ৷ তিনমাস অন্তর ব্যাঙ্কের ডেটাবেসে এই তথ্য আপডেট হয় ৷ সেসময় অ্যাকাউন্টে এই বাধ্যতামূলক ব্যালান্স না থাকলে গ্রাহকদের থেকে ৬১১ টাকা জরিমানা হিসেবে চার্জ করে এসবিআই ৷ (Representational Image)
QAB অর্থাৎ কোয়ার্টারলি অ্যাভারেজ ব্যালেন্স, বিশেষ কিছু অ্যাকাউন্টে গ্রাহককে অন্তত ১০ হাজার টাকা ব্যালান্স রাখতেই হয় ৷ তিনমাস অন্তর ব্যাঙ্কের ডেটাবেসে এই তথ্য আপডেট হয় ৷ সেসময় অ্যাকাউন্টে এই বাধ্যতামূলক ব্যালান্স না থাকলে গ্রাহকদের থেকে ৬১১ টাকা জরিমানা হিসেবে চার্জ করে এসবিআই ৷ (Representational Image)
advertisement
4/7
গ্রাহককে ডুপ্লিকেট পাসবই ইস্যু করার জন্যেও চার্জ করে এসবিআই ৷ নতুন পাসবই ইস্যু ও শেষ ৪০টি ট্রান্সজাকশন জানানোর জন্য গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১০২ টাকা কেটে নেয় এই ব্যাঙ্ক ৷ (Representational Image)
গ্রাহককে ডুপ্লিকেট পাসবই ইস্যু করার জন্যেও চার্জ করে এসবিআই ৷ নতুন পাসবই ইস্যু ও শেষ ৪০টি ট্রান্সজাকশন জানানোর জন্য গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১০২ টাকা কেটে নেয় এই ব্যাঙ্ক ৷ (Representational Image)
advertisement
5/7
কোনও কারণে ইতিমধ্যেই ইস্যু করে দেওয়া চেকে পেমেন্ট রুখতে চাইলেও গ্রাহককে এসবিআইকে কিছু জরিমানা দিতে হয় ৷ ব্যাঙ্ক বর্তমানে প্রতি ৩টি চেক পেমেন্ট আটকানোর জন্য গ্রাহকের থেকে ৫১ টাকা করে চার্জ করে ৷ তবে তিনটির বেশি চেক পেমেন্ট আটকাতে হলে ব্যাঙ্ককে দিতে হলে ২০৪ টাকা ৷ (Representational Image)
কোনও কারণে ইতিমধ্যেই ইস্যু করে দেওয়া চেকে পেমেন্ট রুখতে চাইলেও গ্রাহককে এসবিআইকে কিছু জরিমানা দিতে হয় ৷ ব্যাঙ্ক বর্তমানে প্রতি ৩টি চেক পেমেন্ট আটকানোর জন্য গ্রাহকের থেকে ৫১ টাকা করে চার্জ করে ৷ তবে তিনটির বেশি চেক পেমেন্ট আটকাতে হলে ব্যাঙ্ককে দিতে হলে ২০৪ টাকা ৷ (Representational Image)
advertisement
6/7
ব্রাঞ্চের প্রমাণপত্র পেতে হলে গ্রাহককে তার বিনিময়ে ১০২ টাকা চার্জ দিতে হয় এসবিআই ৷ (Representational Image)
ব্রাঞ্চের প্রমাণপত্র পেতে হলে গ্রাহককে তার বিনিময়ে ১০২ টাকা চার্জ দিতে হয় এসবিআই ৷ (Representational Image)
advertisement
7/7
তবে গ্রাহকদের জন্য একটিই স্বস্তি অ্যাকাউন্ট ব্যালান্স জানতে চাইলে কোনও চার্জ করে না এসবিআই ৷ (Representational Image)
তবে গ্রাহকদের জন্য একটিই স্বস্তি অ্যাকাউন্ট ব্যালান্স জানতে চাইলে কোনও চার্জ করে না এসবিআই ৷ (Representational Image)
advertisement
advertisement
advertisement