কায়াক হল একধরনের ছোট নৌকা যা বৈঠা বা লগি ব্যবহার করে চালানো যায়। সাধারণত স্পোর্টস বা খেলার প্রতিযোগিতার উদ্দেশ্যে জলাশয়, নদী, সমুদ্র উপকূল বা সমুদ্রে চালানো হয়। কায়াকিং এক ধরনের অ্যাডভেঞ্চারাস স্পোর্টস, হাওড়ার বুকে এই ধরনের অভিনব কায়াকিং ওয়ার্কশপ এই প্রথম। হাওড়ার পাশাপাশি বাঁকুড়া, বর্ধমান সহ দূর-দূরান্ত থেকে মানুষ এই কায়াকিং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, মন্ত্রী অরূপ রায় আগামী দিনে এই কায়াকিং ওয়ার্কশপ আরও অনুষ্ঠিত করার পরিকল্পনার কথা জানান।
advertisement
আরও পড়ুন: রামকৃষ্ণদেবের চিকিৎসক ছিলেন এই গ্রামেই! মাত্র ২০ টাকায় চিকিৎসা মেলে আজও…! কোথায় বলুন তো?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার অ্যান্ড ট্রেকার অ্যাসোসিয়েশনের সদস্য এভারেস্ট জয়ী মলয় মুখার্জি জানান, এদিনের ওয়ার্কশপে প্রশাসনের সহযোগিতা ছিল। আগামীদিনে প্রশাসনের সহযোগিতায় আবারও কায়াকিং ওয়ার্কশপ করার কথা জানালেন তিনি। ছেলেমেয়েরা এই ধরনের স্পোর্টস এবং ওয়াটার স্পোর্টসে যাতে বেশি করে আসে তার জন্য ভবিষ্যতে এই ওয়ার্কশপ আরও বেশি করে করার কথা জানান তিনি। মধ্যমগ্রাম থেকে এই ওয়ার্কশপে অংশগ্রহণ করা ইশানি দত্ত জানালেন, এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে আনন্দিত এবং রোমাঞ্চকর অনুভূতি লাভ করেছেন। গাইডরাও তাদের খুব ভালভাবে প্রশিক্ষণ দিয়েছেন বলেও জানান তিনি।
রাকেশ মাইতি





