TRENDING:

সেজে উঠেছে তারাপীঠ, কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্তসমাগমের সম্ভাবনা, দেবীর ভোগে আজ কী কী থাকে? জেনে নিন

Last Updated:

Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। অপ্রতিকর ঘটনা আটকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। তারাপীঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অক্ষয় ধীবর, তারাপীঠ: তারাপীঠের সব থেকে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। আর এই বিশেষ তিথি উপলক্ষে সেজে উঠেছে গোটা তারাপীঠ এলাকা। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে আজ, শুক্রবার সারারাত মন্দির খুলে রাখা হবে।
সেজে উঠেছে তারাপীঠ, কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্তসমাগমের সম্ভাবনা
সেজে উঠেছে তারাপীঠ, কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্তসমাগমের সম্ভাবনা
advertisement

কথিত আছে, দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিশুম্ভকে বধ করতে দেবী নিজ দেহকোষ থেকে বের হয়ে আর এক দেবীমূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। অন্যদিকে এইদিনই তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই বিশেষ এই তিথিতে পুণ্যলাভের আশায় লক্ষ লক্ষ পুণ্যার্থী তারাপীঠ আসেন। এদিন তন্ত্র সাধকরা তন্ত্র সাধনায় মেতে ওঠেন তারাপীঠ মহাশ্মশানে। সাধক বামদেব মা তারার দর্শন পেয়ে সিদ্ধিলাভ করেছিলেন সেই কারণে বিশেষ আশা নিয়ে তন্ত্র সাধনায় এদিন তাঁরা মেতে ওঠেন।

advertisement

আরও পড়ুন– মোটা অঙ্কের অর্থের লোভে কিডনি বিক্রি ! জেলায় সক্রিয় পাচার চক্র

আজ, শুক্রবার ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে। আজ তারাপীঠে মহা ধুমধাম করে মায়ের আরাধনা করা হবে। শুক্রবার ভোরে মা তারাকে স্নান ও মঙ্গলারতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয় ভোরে পাঁচ রকম মিষ্টি ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। তিথি শুরু হতেই তারা অঙ্গে দেবী কৌশিকীর পুজো শুরু হয়ে যাবে। সন্ধ্যায় স্বর্ণালঙ্কার পরিয়ে দেবী তারাকে রাজবেশে সাজিয়ে তোলা হবে।

advertisement

আরও পড়ুন– প্রকাশ্যে তাজমহলের গর্ভগৃহের ফুটেজ ! শাহজাহান-মুমতাজের সমাধি, বলিউডের ছবির গান নিয়ে বিতর্ক ডেকে আনল ভাইরাল ভিডিও

মন্দির চত্বরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশের ৫০০ আধিকারিক-সহ ১৫০০ জন পুলিশকর্মী এবং ২০০০ সিভিক কর্মী। আর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা আটকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ারও। তারাপীঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি। সরাসরি মায়ের আরতি এবং পুজো দেখানোর জন্য বসানো হয়েছে বেশ কয়েকটি জায়েন্ট স্ক্রিনও। সাজানো হয়েছে মন্দির চত্বর। মন্দিরে চত্বরে লাগানো হয়েছে সিসিটিভি। পুণ্যার্থীরা কোনও সমস্যায় পড়লে যাতে তড়িঘড়ি পুলিশকে জানাতে পারেন, তার জন্য ২১টি পুলিশ সহয়তা বুথ করা হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে।

advertisement

আরও পড়ুন– পেশায় ডাক্তার, নেশা গান লেখা, তাঁর লেখা গানে কন্ঠ দিয়েছেন নামিদামী শিল্পীরা !

তারাপীঠে কৌশিকী অমাবস্যা কেন পালন হয়

সিদ্ধপীঠ তারাপীঠ তন্ত্র সাধনা করার এক অন্যতম স্থান। তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমুন্ডির আসনে বসে সপ্তঋষি বশিষ্ঠ মুনি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন। তারপর কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নীচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেবও। সেই সময় থেকেই মহাসমারোহে কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্রসাধক। মহাশ্মশানে জ্বলে ওঠে হাজারে হাজারে হোমকুণ্ড। মা তারার দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্রসাধক থেকে সাধারণ পুণ্যার্থীরাও।

advertisement

বিশ্বাস অনুযায়ী, কৌশিকী অমাবস্যা তিথিতে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে ও পূর্ণ লাভ হয়। তারাপীঠ মহাশ্মশানের সামনে দিয়ে উত্তর দিকে বয়ে গিয়ে দ্বারকা নদী। কথিত আছে এই নদীর জল নাকি গঙ্গার মতোই পবিত্র। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে, জীবনের সমস্ত বাঁধা বিপত্তি কেটে যায়।

কৌশিকী অমাবস্যায় মা তারার ভোগ

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

ভোরবেলা মা তারাকে স্নান ও মঙ্গলারতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয় ৷ এরপর পাঁচ রকম মিষ্টি ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। কৌশিকী অমাবস্যায় মায়ের একবার মধ্যাহ্ন ভোগ হয় আর একবার নিশি রাতে ভোগ হয়। মধ্যাহ্ন ভোগে থাকে পোলাও, অন্ন, পাঁচ রকম ভাজা, খিচুড়ি, নানান ধরনের তরিতরকারি, শোল মাছ পোড়া ৷ যেহেতু এটা তন্ত্রপীঠ, তাই মাছ রাখা হয় ভোগে ৷ মাকে তন্ত্রমতে পুজো করা হয়। সন্ধ্যায় মাকে লুচি, সুজি, পায়েস, নানা রকম মিষ্টান্ন-ভাজা দিয়ে শীতল ভোগ দেওয়া হয়।রাতে মাকে খিচুড়ি, পোলাও, কারনবারি, পাঁঠার মাংস দিয়ে ভোগ দেওয়া হয় এবং মন্দিরের ভিতর যে পাঁঠা বলি দেওয়া হয়, সেই বলির পাঁঠার মাংস মাকে ভোগ দেওয়া হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সেজে উঠেছে তারাপীঠ, কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্তসমাগমের সম্ভাবনা, দেবীর ভোগে আজ কী কী থাকে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল