পেশায় ওষুধের দোকানের কর্মী কার্তিক মাঝি মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আর ফেরেননি। পরিবারের তরফে কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। দু’দিন নিখোঁজ থাকার পর পাড়ার পুকুরে তাঁর মৃতদেহ ভেসে উঠল। পরিবারের তরফে অভিযোগ, কার্তিককে সম্ভবত খুন করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
এদিন পাড়ার পুকুরে মৃতদেহ ভেসে ওঠার ঘটনায় কাটোয়া পুরসভার সাহেব বাগান এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুকুর থেকে মৃতদেহ তোলার পর আত্মীয়-স্বজনেরা কার্তিককে চিনতে পারেন। বাড়ির লোকের অভিযোগ, তাঁকে সম্ভবত খুন করা হয়েছে।
আজ পুকুরে মৃতদেহ ভাসছে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে কাটোয়া থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই কাটোয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশি তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।
