TRENDING:

শাশুড়ির টাকা চুরি, প্রতিবাদ করায় শাশুড়িকে এলোপাথাড়ি ছুরির কোপ জামাইয়ের

Last Updated:

শাশুড়ির টাকা চুরি করেছিল জামাই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাটোয়া: চুরির প্রতিবাদ করায় শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টা জামাইয়ের। রক্তাক্ত অবস্থায় শাশুড়ি কলি বিবিকে(৬০) কে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। মঙ্গলকোট থানার কাঁকোড়া গ্রামের দক্ষিণ পাড়ার নৃশংস এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement

জানা যায়, শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শাশুড়ির ৯ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায় পালিশগ্রামের বাসিন্দা ভুলু শেখ। শাশুড়ি বিষয়টি জানতে পারায় প্রতিবাদ করে। প্রতিষোধ নেওয়ার চক্রান্ত করতে থাকে ভুলু! এদিন সকালে বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে বাড়িতে ঢুকে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাথাড়ি কোপ মেরে চম্পট দেয় ভুলু শেখ। প্রতিবেশীরা কলি বিবিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে। খবর দেয় মঙ্গলকোট থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় কলি বিবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কলি বিবির বয়ানের ভিত্তিতে পুলিশ বড় জামাই ভুলু শেখকে আটক করে। চলছে জিজ্ঞাসাবাদ করছে।

advertisement

অন্য ভিডিও দেখুন--হারিয়ে গিয়েছে শ্রীমানীদের পুজো, এই পুজোতেই আসতেন শ্রীরামকৃষ্ণ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শাশুড়ির টাকা চুরি, প্রতিবাদ করায় শাশুড়িকে এলোপাথাড়ি ছুরির কোপ জামাইয়ের