রাজ্য স্বাস্থ্য দফতরে নির্দেশে জেলা স্বাস্থ্য দফতরের তিন সদস্যের একটি প্রতিনিধি দলের উপস্থিতে কাটোয়া মহকুমা হাসপাতালে করোনা ওয়ার্ডে মক ড্রিল করা হল । করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের হাসপাতালগুলির কোভিড ওয়ার্ড তৈরি আছে কী না, তা খতিয়ে দেখাই ছিল এই পরিদর্শনের প্রধান লক্ষ্য। কাটোয়া মহকুমা হাসপাতালে ২০ শয্যার করোনা ওয়ার্ডের পরিকাঠামো খতিয়ে দেখলেন পূর্ব বর্ধমান জেলার বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু রায়। অক্সিজেন কনসেন্ট্রেটার, ভেন্টিলেটর-সহ কোভিড চিকিৎসা সংক্রান্ত সমস্ত যন্ত্রপাতি খতিয়ে দেখে প্রতিনিধি দল সন্তুষ্ট হয়েছেন।
advertisement
কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার শেখ শৌভিক আলম বলেন, '' আবার করোনার আক্রমণের মুখে পড়তে হতে পারে। সেজন্য কোভিড ওয়ার্ড ঠিকঠাক আছে কী না, তারই মক ড্রিল হল। আমরা করোনা মোকাবিলার জন্য সম্পূর্ণ তৈরি আছি। আমাদের হাসপাতালে ২০ শয্যার কোভিড ওয়ার্ড নতুন করে সেজে উঠেছে। ২০২০ -২১ সালে কাটোয়া মহকুমা হাসপাতাল কড়া হাতে করোনা মোকাবিলা করেছিল। চিকিৎসক থেকে চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী -সহ পুলিশ, সকলেই জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করেছিলেন। পার্শ্ববর্তী তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের একাংশ এলাকার কোভিড আক্রান্তরা কাটোয়া হাসপাতালে ভর্তি হয়েছিল। কোভিড ওয়ার্ডে ভেন্টিলেটর না থাকলেও মৃত্যুর হার কাটোয়া হাসপাতালে অনেক কম ছিল।''
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার অন্যান্য অংশের পাশাপাশি কাটোয়া মহকুমাতেও করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। জ্বর-সহ করোনার উপসর্গ থাকলে যাতে দ্রুত নমুনা পরীক্ষা করানো যায়, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে বলা হচ্ছে।