পুরো নির্মাণটি শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি হয়েছে, যা প্রাচীন থাই কাঠকারিগরির ঐতিহ্যকে সম্মান জানায়। এর প্রতিটি খোদাইয়ে ফুটে ওঠে হিন্দু ও বৌদ্ধ দর্শনের সুন্দর মেলবন্ধন। স্যাংচুয়ারি অফ ট্রুথের আদলে গড়ে উঠেছে ঝংকার ক্লাবের থিম মণ্ডপ। ফলে এবার আর থাইল্যান্ডে উড়ে যাওয়ার দরকার নেই, কাটোয়া শহরেই দেখা যাবে এই বিস্ময়কর সৌন্দর্য!
advertisement
স্যাংচুয়ারি অফ ট্রুথের আদলে তৈরি এই মনোমুগ্ধকর প্যান্ডেল দেখতে ইতিমধ্যেই বহু দর্শনার্থী ভিড় করেছেন। ঝংকার ক্লাবের সদস্য অরুণ দাস জানিয়েছেন, “এবার প্রায় ২০ লক্ষ টাকা বাজেট। মেদিনীপুরের শিল্পী এই থিম সাজিয়েছেন। আগামী বৃহস্পতিবার অবধি দর্শনার্থীদের জন্য এই থিম থাকবে। চন্দননগরের আলোকসজ্জাও রয়েছে। আশা করছি সকলেরই ভাল লাগবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্যান্ডেলে উপস্থিত হয়ে অনিন্দিতা মুখার্জী, অর্পিতা মুখার্জীরা বলেন, ঝংকার কী থিম করবে সেটার জন্য আমরা অপেক্ষায় থাকি। এবার খুবই সুন্দর থিম করেছে। আমাদের বেশ ভাল লেগেছে। দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্লাবের তরফে নিরাপত্তারক্ষী এবং একাধিক সিসি ক্যামেরা রয়েছে।





