TRENDING:

Kartik Puja: কাটোয়াবাসীর জন্য বড় চমক! শহরের বুকে থাইল্যান্ডের স্থাপত্য, 'স্যাংচুয়ারি অব ট্রুথ’ দেখতে উপচে পড়া ভিড়

Last Updated:

Katwa Kartik Puja: কাটোয়ার ঝংকার ক্লাবকে ঘিরে মানুষের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে। ঝংকার ক্লাব কী করবে সেটার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন বহু মানুষ। প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ প্যান্ডেল নিয়ে হাজির হয়েছে এই ক্লাব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ আজ, সোমবার কাটোয়ার কার্তিক লড়াই। রবিবার থেকেই শহর জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন থিম প্যান্ডেলে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। শহরের ছোট-বড় বিভিন্ন ক্লাব নিজের মতো করে দর্শনার্থীদের জন্য নানা থিম, প্যান্ডেল তুলে ধরেছে। তবে কাটোয়ার ঝংকার ক্লাবকে ঘিরে মানুষের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে। ঝংকার ক্লাব কী করবে সেটার জন্য রীতিমতো অপেক্ষায় থাকেন বহু মানুষ। প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ প্যান্ডেল নিয়ে হাজির হয়েছে এই ক্লাব। এই বছর তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সবচেয়ে বড় কাঠের স্থাপনা ‘স্যাংচুয়ারি অব ট্রুথ’।
advertisement

পুরো নির্মাণটি শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি হয়েছে, যা প্রাচীন থাই কাঠকারিগরির ঐতিহ্যকে সম্মান জানায়। এর প্রতিটি খোদাইয়ে ফুটে ওঠে হিন্দু ও বৌদ্ধ দর্শনের সুন্দর মেলবন্ধন। স্যাংচুয়ারি অফ ট্রুথের আদলে গড়ে উঠেছে ঝংকার ক্লাবের থিম মণ্ডপ। ফলে এবার আর থাইল্যান্ডে উড়ে যাওয়ার দরকার নেই, কাটোয়া শহরেই দেখা যাবে এই বিস্ময়কর সৌন্দর্য!

advertisement

আরও পড়ুনঃ নাচে-গানে মাতৃভাষার জয়জয়কার! মঞ্চ কাঁপাচ্ছে পুরুলিয়ার সাঁওতালি পড়ুয়ারা, ধুতি-পাগড়ি পরে খুদেদের রিঞ্জা নাচ দেখুন

স্যাংচুয়ারি অফ ট্রুথের আদলে তৈরি এই মনোমুগ্ধকর প্যান্ডেল দেখতে ইতিমধ্যেই বহু দর্শনার্থী ভিড় করেছেন। ঝংকার ক্লাবের সদস্য অরুণ দাস জানিয়েছেন, “এবার প্রায় ২০ লক্ষ টাকা বাজেট। মেদিনীপুরের শিল্পী এই থিম সাজিয়েছেন। আগামী বৃহস্পতিবার অবধি দর্শনার্থীদের জন্য এই থিম থাকবে। চন্দননগরের আলোকসজ্জাও রয়েছে। আশা করছি সকলেরই ভাল লাগবে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১০ হাজার বিনিয়োগেই দুর্দান্ত বিজনেস আইডিয়া! অফলাইন-অনলাইন সবেতেই দারুণ চাহিদা
আরও দেখুন

প্যান্ডেলে উপস্থিত হয়ে অনিন্দিতা মুখার্জী, অর্পিতা মুখার্জীরা বলেন, ঝংকার কী থিম করবে সেটার জন্য আমরা অপেক্ষায় থাকি। এবার খুবই সুন্দর থিম করেছে। আমাদের বেশ ভাল লেগেছে। দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্লাবের তরফে নিরাপত্তারক্ষী এবং একাধিক সিসি ক্যামেরা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kartik Puja: কাটোয়াবাসীর জন্য বড় চমক! শহরের বুকে থাইল্যান্ডের স্থাপত্য, 'স্যাংচুয়ারি অব ট্রুথ’ দেখতে উপচে পড়া ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল