TRENDING:

Boltala Kali: 'জয় মা কালী'! অন্ধকারের বুক চিরে মশালের আলোয় দেবীকে কাঁধে নিয়ে ভক্তদের অনন্য দৌড়, কাটোয়ার বোলতলা কালী বিসর্জনে জনসমুদ্র

Last Updated:

Katwa Boltala Kali: কাটোয়ার বোলতলা কালীর বিসর্জনের অনন্য দৃশ্য দেখতে মুস্থূলী নেমে আসে জনসমুদ্র। দেবীর বিসর্জনের সময় গ্রামের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। অন্ধকারের বুক চিরে পাটকাঠির আলোয় দেবী মূর্তি দ্রুত এগিয়ে যায়। দেবীকে কাঁধে নিয়ে পাটকাঠির মশাল জ্বেলে অনন্য দৌড়া শুরু করেন ভক্তেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া,পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়: ঐতিহ্য ও পরম্পরা মেনে পাটকাঠির মশালের আলোয় ভক্তদের কাঁধে চেপে হল দেবীর বিসর্জন। আর সেই দৃশ্য দেখতে জমল হাজারো মানুষের ভিড়। পূর্ব বর্ধমানের কাটোয়ার মুস্থূলী গ্রামের বোলতলা কালীর এই অভিনব বিসর্জনের রীতি শতবর্ষের প্রাচীন। পুরনো ঐতিহ্য ধরে রাখতে দেবীর বিসর্জনের সময় গ্রামের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। অন্ধকারের বুক চিরে পাটকাঠির আলোয় দেবী মূর্তি দ্রুত এগিয়ে যায়। পাটকাঠির মশাল জ্বেলে দৌড়াতে শুরু করেন ভক্তেরা।
কাটোয়ার বোলতলা কালী
কাটোয়ার বোলতলা কালী
advertisement

কোনও গাড়ি বা বাহন নয়, দেবীকে কাঁধে তুলে নেন ভক্তরা, আর শুরু হয় এক অনন্য দৌড়। পাশের গ্রাম আমডাঙ্গা ঘুরে মন্দির সংলগ্ন পুকুরে নিরঞ্জন হয় প্রতিমা। বোলতলা কালীর বিসর্জনের মুহূর্তে মুস্থূলী গ্রাম যেন অন্য জগতের রূপ নেয়। দেবীর সঙ্গে দৌড়ায় সারি সারি মশালের আলো। প্রতিধ্বনিত হয় ‘জয় মা কালী’ ধ্বনি। স্থানীয়দের বিশ্বাস, মা বোলতলা কালীকে হেঁটে নিয়ে যাওয়া যায় না, তাঁকে কাঁধে তুলে দৌড়ে নিয়ে যাওয়াই এই পুজোর প্রাচীন নিয়ম।

advertisement

আরও পড়ুনঃ বাঁকুড়ায় জ্যান্ত কালীর পুজো! দেবীর আসনে বাড়ির বড় বউ, দীপান্বিতা অমাবস্যায় রক্তচন্দনের তিলক আঁকা শরীরে ভর করেন স্বয়ং মা কালী

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জানা যায়, প্রায় তিনশো বছর আগে এক তন্ত্রসাধক নিজের হাতে নদীর ধারে বকুলতলায় দেবীকে প্রতিষ্ঠা করেন। দেবী প্রথমে ছোট মূর্তিতে পূজিতা হতেন। সাধকের প্র‍য়াণের পর বোলতলা কালী নামে পরিচিতি লাভ করে গ্রামদেবী হয়ে ওঠেন মা। প্রতি বছর কালীপুজোর সময় বিশেষ করে মায়ের বিসর্জনের অনন্য দৃশ্য দেখতে মুস্থূলী নেমে আসে জনসমুদ্র। এলাকার ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ে গ্রাম। বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে কাটোয়া থানার পুলিশ। প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Boltala Kali: 'জয় মা কালী'! অন্ধকারের বুক চিরে মশালের আলোয় দেবীকে কাঁধে নিয়ে ভক্তদের অনন্য দৌড়, কাটোয়ার বোলতলা কালী বিসর্জনে জনসমুদ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল