মোটরবাইক চালক রাজীব সেখ রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। গুরুতর জখম রাজীব সেখ ও ইয়ারুল মল্লিককে তাঁদের সঙ্গীরা গাড়ি করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক ইয়ারুল মল্লিককে (২৫) মৃত বলে ঘোষণা করেন। মোটরবাইক চালক রাজীব সেখের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসক তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
advertisement
আরও পড়ুন : বেআইনি বাজি কারখানার খবর দিলে পাঁচশো টাকা! কালী পুজোর আগে বড় ঘোষণা
মেমারি থানার আমাদপুরের কেজা গ্রামের বাসিন্দা ইয়ারুল মল্লিক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মঙ্গলকোটের গোবর্ধনপুর গ্রামে এসেছিলেন। প্রত্যক্ষদর্শী সেখ নুরসাত বলেন, সকালের দিকে বাইক করে গোবর্ধনপুর থেকে পাটুলি গ্রামে বিয়ে বাড়ি যাওয়ার পথে শ্রীবাটি গ্রামের কাছে আচমকা একটি মোষ রাস্তার মাঝে চলে আসে।ইয়ারুলদের মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোষকে ধাক্কা মারলে চতুষ্পদ প্রাণীটির শিং বাইকের পিছনে বসে থাকা ইয়ারুলের পেটে ঢুকে যায়। ঘটনার অভিঘাতে রাজীব সেখ রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
আরও পড়ুন : ক্যানিং বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
মোটরবাইক দুর্ঘটনার কথা জানাজানি হতেই বিয়েবাড়িতে শোকের ছায়া নেমে আসে। এদিকে ইয়ারুলের আত্মীয়স্বজনরা দুর্ঘটনার খবর পেয়ে কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বরে ভিড় করেন। বিয়েবাড়ির অনুষ্ঠান ছেড়ে কিছু আত্মীয়স্বজন পাটুলি গ্রাম থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে এসে গুরুতর জখম রাজীব সেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।