কাটোয়া শহরের কাছারি রোডে একটি মার্কেটের কাছে একাধিক বেআইনি নির্মাণ ভেঙেছে পুরসভা। এছাড়া ১৮ নম্বর ওয়ার্ডে প্রায় তিন কাঠা জায়গার ওপর পুরসভার বৈধ অনুমতি ছাড়াই টিনের ছাউনি দেওয়া একটি কারখানা গড়ে উঠেছিল। এছাড়াও তিন কাঠা খাস জায়গার ওপর তিনটি পাকা বাড়ি তৈরি করা হয়েছিল।সেসব পুলিশের সামনেই ভেঙে ফেলে পৌরসভা। কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, পুরসভার অনুমতি না নিয়েই অনেকে বেআইনিভাবে নির্মাণ করেছেন। তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছিল। তাতে কোন কাজ হয়নি। তাই পুরসভা নিজেদের উদ্যোগ নিয়ে সেসব নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে।
advertisement
আরও পড়ুন : বাড়ি ফেরার ইচ্ছে ছিল কাজের জায়গা থেকে, ১৭ বছর বয়সি কিশোর ফিরল কফিনবন্দি হয়ে
জানা গিয়েছে, বিভিন্ন সময়ে শহরের সব প্রান্তেই অনুমতিহীন নির্মাণ হয়েছে। অভিযোগ, করোনার সময় বা পুরভোটের সময় পুরসভার কোনও রকম অনুমোদন না নিয়েই অনেকে নির্মাণ করেছে। আবার একরকম প্ল্যান দেখিয়ে অন্যরকম নির্মাণ করা হয়েছে। কোথাও কোথাও প্ল্যানের বাইরে প্রচুর নির্মাণ করা হয়েছে। এমনকি খাস জমিতে গোডাউন, কারখানা তৈরি করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ।
এই অভিযোগের প্রেক্ষিতে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, " পুরসভাকে না জানিয়ে বেআইনিভাবে বেশ কিছু নির্মাণ হয়েছিল। সেসব নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আগাম নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। তাই পুরসভা সেগুলি ভাঙার কাজ শুরু করেছে।"