পূর্ব বর্ধমান জেলার অন্যতম বড় উৎসব কাটোয়ার কার্তিক পুজো। তবে শুধু পূর্ব বর্ধমান নয়, রাজ্যের মধ্যেও আলাদা নাম রয়েছে এই পুজোর। এই কার্তিক পুজো সকলের কাছে “কার্তিক লড়াই” নামেই পরিচিত। কার্তিক লড়াইকে কেন্দ্র করে আলাদা আবেগ কাজ করে কাটোয়াবাসীর মধ্যে। সেরকমই শনিবার শুরু হয়েছিল কার্তিক পুজো। এবং রবিবার সম্পন্ন হল কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা। আসলে বড় বড় প্রতিমা এবং আলোকসজ্জা নিয়ে যে শোভাযাত্রা হয় সেটাই কাটোয়া শহরে কার্তিক লড়াই নামেই পরিচিত।
advertisement
আরও পড়ুন : সানাই বাজে, নহবত বসে ,বরযাত্রী গ্রামবাসীরা! ৩১২ বছর ধরে বলাগড়ে পালিত অভিনব এই পার্বণ
বর্তমানেও শহর জুড়ে সেই উৎসব এখনও জাঁকজমক ভাবে পালিত হয়। কার্তিক পুজো এখন কার্তিক লড়াই নামেই খ্যাত। সময়ের সঙ্গে জৌলুস বেড়েছে কার্তিক লড়াইয়ের। এবারেও ভিন রাজ্যের বাজনা-সহ, আরও বিভিন্ন চমক ছিল কাটোয়ার কার্তিক লড়াইয়ে। এবছর ৮০ টারও বেশি ক্লাব অংশগ্রহণ করেছিল শোভাযাত্রায়। রবিবার সন্ধ্যায় শোভাযাত্রা শুরু হয় এবং সম্পন্ন হয় এদিন সোমবার সকাল নাগাদ।