Hooghly News: সানাই বাজে, নহবত বসে ,বরযাত্রী গ্রামবাসীরা! ৩১২ বছর ধরে বলাগড়ে পালিত অভিনব এই পার্বণ

Last Updated:

Hooghly News:আজ থেকে প্রায় ৩০০ বছর আগে বলাগরের জমিদার ছিলেন রঘুনন্দন মিত্র মুস্তাফি। তিনি প্রজাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য চালু করেছিলেন এই অভিনব প্রথা। আইবুড়ো ভাত থেকে শুরু করে মালাবদল-সবই হয় একেবারে বিয়ের মতো করে। আর তাতেই উৎসবে মেতে ওঠেন গোটা গ্রামের মানুষ।

+
বৃন্দবাসিনী

বৃন্দবাসিনী দেবীর সঙ্গে হয় মহাদেবের বিয়ে

রাহী হালদার, হুগলি: শিব ও দুর্গার প্রতীকী বিয়েতে মেতে ওঠেন গোটা গ্রাম। গোটা গ্রাম জুড়ে বাজে সানাই। নহবত বসে, বরযাত্রী আসে কনে যাত্রী আসে, পাত পড়ে গোটা গ্রামের মানুষের। প্রায় ৩০০ বছরের অধিক সময় ধরে এভাবেই হরগৌরীর প্রতীকী বিয়ের আনন্দে মেতে ওঠেন বলাগর শ্রীপুর এলাকার মানুষজন। রবিবার রাতে ও একইভাবে শিব দুর্গার প্রতীকী বিয়েতে ব্যাপক জনসমাগমে উদ্ভাসিত হয়েছিল হুগলির বলাগর।
আজ থেকে প্রায় ৩০০ বছর আগে বলাগরের জমিদার ছিলেন রঘুনন্দন মিত্র মুস্তাফি। তিনি প্রজাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য চালু করেছিলেন এই অভিনব প্রথা। আইবুড়ো ভাত থেকে শুরু করে মালাবদল-সবই হয় একেবারে বিয়ের মতো করে। আর তাতেই উৎসবে মেতে ওঠেন গোটা গ্রামের মানুষ।
অভিনব এই প্রতীকী বিয়ের প্রথা দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। এই বিষয়ের মিত্র মুস্তাফিদের বর্তমান প্রজন্ম তারা জানান, একটা সময় জমিদার বাড়িতে দুর্গাপুজো হত কিন্তু সে দুর্গাপুজো দেখতে যাওয়ার অধিকার ছিল না গ্রামের মানুষদের। কিন্তু জমিদার চাইতেন গ্রামের মানুষদের নিয়ে একসঙ্গে আনন্দে মেতে উঠতে। তারপর থেকেই তিনি শুরু করেন এই অনুষ্ঠান। যার ফলে গোটা গ্রামের মানুষকে নিয়ে একসঙ্গে জমিদার পরিবার মেতে উঠতে পারেন আনন্দে।
advertisement
advertisement
আরও পড়ুন : টক-মিষ্টি স্বাদের গোলাপি শাঁসের এই ফলেই জব্দ ব্লাড সুগার, জন্ডিস! প্রতিরোধ করে ব্রেস্ট ক্যানসারও
জমিদারির পতন ঘটেছে তবে রয়েছে এই প্রথা। এই সময় গ্রামের কোনও বাড়িতে হাঁড়ি চড়ে না। সবাই মিলে একত্রিত হয়ে বিন্দুবাসিনী মায়ের মন্দিরের প্রাঙ্গণে চলে খাওয়া-দাওয়া। শিব ও পার্বতীর এই বিয়ে উপলক্ষে গ্রামের গোটা মানুষরা মেতে ওঠেন আনন্দে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সানাই বাজে, নহবত বসে ,বরযাত্রী গ্রামবাসীরা! ৩১২ বছর ধরে বলাগড়ে পালিত অভিনব এই পার্বণ
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement