জনশূন্য রাজবাড়ি আজ শোকস্তব্ধ, নিস্তব্ধ প্রহরের সাক্ষী। রাজবাড়ির বধূ ভিরাঙ্গিনী রাজাওয়াতের অকালপ্রয়াণের কারণে এবছর শতাব্দী প্রাচীন এই রাজপরিবারের দুর্গাপুজো সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যে প্রাঙ্গণ অন্যান্য বছর উৎসবের আনন্দ, ঢাকের বাদ্য ও দর্শনার্থীদের ভিড়ে প্রাণবন্ত হয়ে উঠত, সেই একই স্থান আজ গভীর শোকের ছায়ায় আচ্ছন্ন।
advertisement
রাজকন্যা মহেশ্বরী দেবীর জ্যেষ্ঠপুত্র অনশুল রাজাওয়াত জানান, ‘আজ থেকে ৫৩ বছর আগে, ১৯৭২ সালে পঞ্চকোট রাজবংশের শেষ রাজা ভুবনেশ্বরী প্রসাদ সিং দেওয়ের মৃত্যুতে একবার দুর্গাপূজো বন্ধ রাখা হয়েছিল। ৫৩ বছর পর, আমার স্ত্রী ভিরাঙ্গিনীর অকালপ্রয়াণ আমাদের আবারও বাধ্য করল এই পূজো বন্ধ রাখতে। এটি আমাদের পরিবারের কাছে এক গভীর বেদনাদায়ক অধ্যায়।’
পুরুলিয়ার ইতিহাসে কাশীপুর রাজবাড়ির দুর্গাপুজো শুধুমাত্র এক ধর্মীয় আচার ছিল না, এটি ছিল সংস্কৃতি, ঐতিহ্য এবং সামগ্রিক জনসম্পৃক্ততার প্রতীক। সেই ঐতিহ্যে এবছর একটি শোকাবহ বিরতি যেন কালের সাক্ষী হয়ে রইল।





