TRENDING:

নবদম্পতিদের বাড়িতে কার্তিক ফেলার ধুম, বাংলায় উৎসবের প্রহর চলছেই

Last Updated:

kartik puja 2022: গেট খুলেই সামনেক প্রতিমা। সঙ্গে খাবারের ফর্দ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: গভীর রাতে নদিয়ার শান্তিপুরে গৃহস্থ বাড়িতে কার্তিক ঠাকুর খেলার ধুম বেশ কিছু যুবকদের। কার্তিক পুজোর আগের দিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত গৃহস্থ বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার ধুম চলল বেশ কিছু যুবকদের।
advertisement

শান্তিপুর কামারপাড়া এলাকার ঘটনা। যুবকরা জানিয়েছেন, যাঁদের নতুন বিয়ে হয়েছে এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পড়ে, তাঁদের বাড়িতেই তাঁরা কার্তিক ঠাকুর ফেলছেন।

প্রত্যেক বছরই এই দিনটিতে তাঁরা এভাবেই তাদের বন্ধু-বান্ধবের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে থাকেন। এ বছরও তাঁরা রাত জেগে তাঁদের বন্ধু-বান্ধবের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেন।

আরও পড়ুন- Murshidabad Bank Robbery: ব্যাঙ্কের ভিতর ঢুকে ভয়াঙ্কর ডাকাতি, এবার পুলিশের জালে মূল দুই পান্ডা

advertisement

View More

বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের বাড়িতে কার্তিক ফেলার একটি রীতি চলে আসছে বহু যুগ যুগান্তর ধরে। অর্থাৎ যাদের সদ্য বিবাহ হয়েছে, তারা যাতে সন্তান লাভ করেন, তাই কার্তিক পুজোর আগের দিন সেই নব দম্পতির বাড়ির দরজায় প্রতিবেশী কিংবা আত্মীয়রা ফেলে রেখে যান কার্তিক ঠাকুর। এরপর ওই কার্তিক ঠাকুরকে বাড়িতে এনে পুজো করতে হয় নব দম্পতিকে।

advertisement

শুধু এখানেই শেষ নয়, কার্তিক পুজো করে যারা অথবা যেই সমস্ত ব্যক্তিরা কার্তিক ফেলে গিয়েছেন, তাঁরা মূর্তির পাশে রেখে যান একটি চিরকুট। যেই চিরকুটের মধ্যে থাকে স্থানীয় বাসিন্দাদের নিমন্ত্রণ করে খাওয়ানোর আর্জি। এবং অনেক সময় সেই চিরকুটে লেখা থাকে খাবারের মেনুও।

সেই পুরনো প্রথা আজও বয়ে নিয়ে আসছে নদিয়ার বেশ কিছু জায়গা। ঠিক তেমনই শান্তিপুরে কার্তিক পুজোর আগের দিন কার্তিক ফেলার ধুম দেখা গেল এলাকার বিভিন্ন বাড়িতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নবদম্পতিদের বাড়িতে কার্তিক ফেলার ধুম, বাংলায় উৎসবের প্রহর চলছেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল