আরও পড়ুন- বাবা-ছেলের বিলাসবহুল জীবন দেখে মাথা ঘুরে যেত সবার! এবার ফাঁস তাদের ‘গোপন’ রোজগার…!
কথিত, বারবনিতাদের হাত ধরে আজ থেকে কয়েকশো বছর আগে শুরু হয়েছিল কাটোয়ার কার্তিক পুজো। কাটোয়া শহরের একদম পাশেই রয়েছে ভাগীরথী নদী। সেই সময় যেহেতু নদীপথে বাণিজ্য চলত সেকারণে এই শহরে বড় বড় বাবুদের যাতায়াত চলত। সেইসূত্রে কাটোয়া শহরের ভাগীরথীর তীরে বারবনিতাদের বসতি তৈরি হয়েছিল। আর এই বারবনিতারা সেসময় পুত্র লাভের জন্য করতকার্তিক পুজো।
advertisement
আরও পড়ুন- ফুলশয্যার রাতে সব সীমা ছাড়ালেন নববধূ! বরের উপর দিয়ে যা গেল…শুনলে আঁতকে উঠবেন
কলকাতা থেকে বাবুদের টাকায় আসতআকর্ষণীয় বাজনার দল সহ আরও অনেক কিছু। কার্তিক পুজোকে কেন্দ্র করে থাকত এলাহি বিভিন্ন আয়োজন। সেই শুরু হয়েছিল কার্তিক পুজোর। তবে বর্তমানে বারবনিতা বসতি এবং বাবুরা না থাকলেও শহর জুড়ে সেই উৎসব এখনও জাঁকজমক ভাবে পালিত হয়। কাটোয়া শহরের বাসিন্দা অনিশ সিংহ, সব্যসাচী ভট্টাচার্যরা জানিয়েছেন, এটাই আমাদের কাছে প্রধান উৎসব। সব উৎসব শেষে আমাদের এখানে শুরু হয়। একবার এলে বোঝা যাবে এই উৎসবের সৌন্দর্য।
কার্তিক পুজো এখন কার্তিক লড়াই নামেই খ্যাত। সময়ের সঙ্গে জৌলুস বেড়েছে কার্তিক লড়াইয়ের। ভিন রাজ্যের বাজনা সহ, আরও বিভিন্ন চমক থাকে কাটোয়ার কার্তিক লড়াইয়ে। ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসেন এই লড়াই দেখার জন্য। সেরকমই এদিন রবিবার অনুষ্ঠিত হবে কাটোয়ার কার্তিক লড়াই। এবছর ৮০ টারও বেশি ক্লাব অংশগ্রহণ করবে শোভাযাত্রায়। শহর জুড়ে সবমিলিয়ে প্রায় দুহাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর।
বনোয়ারীলাল চৌধুরী