শুক্র ও শনিবার কার্তিক পুজো। এমনকী তারপরেও আছে নবান্ন উৎসব। গ্রাম বাংলাতে নবান্ন কার্তিক পুজোর আয়োজন করা হয়ে থাকে। যার কারণে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বিভিন্ন ছোট ছোট দশকর্মা দোকানে ছোট ছোট কার্তিক বিক্রি হচ্ছে। ১২০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত এই কার্তিক ঠাকুর বিক্রি করা হচ্ছে। যা কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ।
advertisement
পুরাণ মতে, তারকাসুর বধের জন্যই জন্ম হয়েছিল কার্তিকের। তারকাসুরের অত্যাচার থেকে রক্ষা পেতে দেবতারা দ্বারস্থ হয়েছিলেন দেবাদিদেবের। প্রার্থনা ছিল একটি পুত্রসন্তান যেন দেবতাদের উপহার দেন শিব। এরপরে শিব গিয়েছিলেন তাঁর স্ত্রী দেবী পার্বতীর কাছে। কথিত আছে মিলনকালে মহাদেবের তেজ (বীর্য) পৃথিবীতে এসে পড়ে।
আরও পড়ুন: ওজন কমিয়ে এখন একেবারে ছিপছিপে বিদ্যা বালন, কীভাবে হল? জানুন নায়িকার ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ ডায়েট
পৃথিবী ওই তেজ ধারণ করতে না পেরে নিক্ষেপ করে অগ্নিতে। অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে তা গঙ্গায় নিক্ষেপ করে। সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও শরবনে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয়। জন্মের পর কুমারকে কৃত্তিকাগণ ও অরুণাসুরের বোন বজ্রজ্বালার স্তন্য পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন।
আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার
কার্তিকের অনেক নাম রয়েছে অম্বিকেয়, কৃত্তিকাসুত, কুমার, দেব সেনাপতি, গৌরী সুত, শক্তিপানী ইত্যাদি নামেও পরিচিত। পুরান অনুসারে কার্তিকের গায়ের রং হলুদ বর্ণের। কার্তিকের বাহুন ময়ূর। তিনি সাধারণত বাংলায় চিরকুমার নামেই পরিচিত। কার্তিকের নাকি ছয় মাথা তাই তাঁকে ষড়ানন বলা হয়। কার্তিকের হাতে থাকে ধনুক তীর বর্ষা, যেহেতু তিনি দেব সেনাপতি। তাই বাড়িতে এই দেব সেনাপতির আরাধনা করার জন্য বিক্রি হচ্ছে ছোট ছোট প্রতিমা।
কৌশিক অধিকারী