শুক্রবার রাত্রি সাড়ে আটটার সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৪ নম্বর গোলাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মপুর গ্রামে শেখ মতিবুল আলির নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছিল পরিবার। জানা যায়, মুগবসান গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ঐ নাবালিকার। আর সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কন্যাশ্রী ক্লাব। খবর দেওয়া হয় কেশপুর থানা ও বিডিও অফিসে। কেশপুরের জয়েন্ট বিডিওর নেতৃত্বে কেশপুর থানার পুলিশের একটি দল পৌঁছায় ঘটনাস্থলে।
advertisement
আরও পড়ুনঃ West Midnapore news: গাছের ডালে চড়ে পড়াশোনা করে টেট পাস করলেন যুবক, মগডালে উঠতে হল কেন জানেন!
পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়েই কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তাদের সহপাঠীর বিয়ে আটকায়। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের কাছে মুচলেকা নেওয়া হয়, যাতে ১৮ বছর বয়সের আগে কোনও ভাবেই মেয়ের বিয়ে না দেন পরিবার। প্রথমে পরিবার মানতে না চাইলেও শেষে কার্যত স্বীকার করে নেয় তারা লুকিয়েই বিয়ে দিচ্ছিল মেয়ের। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বারবার মানুষকে সচেতন করার পরেও কিভাবে এই ধরনের কাজ হয়। তবে গোলাড় সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব বারবার রুখে দিয়েছে নাবালিকার বিয়ে। এই কন্যাশ্রী ক্লাবের প্রশংসা করেছে এলাকার সকলেই।
Sovon Das