দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েই ‘অধিকারী পাড়ায়’ প্রচারে নেমেছিল কাঁথির তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রার্থী ঘোষণা ছিল না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই তাই অধিকারী পাড়ায় প্রচারে নেমেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: উত্তর থেকে দক্ষিণ, ‘সব’ ভেবেই প্রার্থী বাছাই মমতার! কী কী চমক দিলেন তৃণমূল নেত্রী, দেখুন…
advertisement
আর এদিন কাঁথির চৌরঙ্গি মোড়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা উল্লাসে মাতেন। পথ চলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়। তারপর বাজি ফাটিয়ে মেতে ওঠেন তাঁরা। এক তৃণমূল কর্মী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য লোককে বেছে নিয়েছেন। উত্তম বারিক সবসময় গরিব মানুষদের সুখ-দুঃখের সঙ্গে থাকেন।” অপর এক কর্মী বলেন, “কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন, তিনি হচ্ছেন আমাদের ভগবান। কারণ রাত-দিন, নানা প্রয়োজনে যখন উত্তমবাবুকে ডাকি উনি, সাড়া দেন। যে কোনও বিপদে পড়লে সাহায্য় করেন ৷”
আরও পড়ুন: ‘এ আপনারা কোনও দিন দেখেননি’, ব্রিগেডে বিরাট চমক মমতার! দেখেই বিস্মিত সকলে
এদিকে, কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তবে সবথেকে বড় কথা তিনি রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু রায়। আর যে আসন থেকে তিনি বিজেপির প্রার্থী হিসাবে দাঁড়ালেন সেই আসনেই এতদিন ছিলেন তাঁরই বাবা শিশির অধিকারী। তবে, তিনি ছিলেন তৃণমূলের সাংসদ। এবার ছেলে এবার দাঁড়িয়েছেন বিজেপির হয়ে।