বুধবার দলীয় কর্মসূচি নিয়ে হুগলিতে আসেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। চন্দননগরে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আর্থিক অনুদান সংগ্রহ কর্মসূচিতে যোগ দেন সাংসদ।
advertisement
এদিন বিজেপি সাংসদ বলেন, ‘যেভাবে বিজেপি সাংসদ ও বিধায়কেরা আক্রান্ত হয়েছেন তা সারা দেশ দেখেছে। গণতন্ত্র বলে বাংলায় কিছু নেই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সকলে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আমাদের দলের সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারই অঙ্গ হিসেবে আজ আমরা চন্দননগরে এসে উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের জন্য মানুষের কাছে সাহায্য চাইতে এসেছি’।
ত্রিপুরায় ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যেভাবে আজ ত্রিপুরায় গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল নাটক করেছেন। উত্তরবঙ্গের কুকীর্তি ঢাকার জন্যই এইসব নাটক করে বেড়াচ্ছে’।