TRENDING:

Child Death : শিশুর রহস্যমৃত্যুতে ৭ দিন পরও অধরা অপরাধী, এসডিপিওকে ঘেরাও করে বিক্ষোভ

Last Updated:

Child Death : খুব শীঘ্র দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন এসডিপিও সাগর রানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহম্মদপুর : খড়গ্রামের মহম্মদপুর গ্রামে শিশুর রহস্যজনক মৃত্যুর পর ৭ দিন কেটে গেলেও দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার না করায় পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ (Agitation) গ্রামবাসীদের। শুক্রবার কান্দি এসডিপিও সাগর রানা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনে এলে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় ওই শিশুর পরিবার  এবং অন্যান্য গ্রামবাসীরা। খুব শীঘ্র দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন এসডিপিও সাগর রানা।
খুব শীঘ্র দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন এসডিপিও সাগর রানা
খুব শীঘ্র দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন এসডিপিও সাগর রানা
advertisement

গত শুক্রবার রথের দিন সকালে রথ তৈরি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি খড়গ্রাম থানার কেশিয়াডাঙ্গা মহম্মদপুর গ্রামের বাসিন্দা এক শিশু। চারদিন নিখোঁজ থাকার পর সোমবার সকালে গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে হয় ওই শিশুর মৃতদেহ উদ্ধার হয়। পরিবার অভিযোগ তোলে খুন করা হয়েছে ওই তাকে। এই রহস্যজনক মৃত্যুর পর ৭ দিন কেটে গেলেও দোষীদের চিহ্নিত করে গ্রেফতার না করায় পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । শুক্রবার কান্দি এসডিপিও সাগর রানা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনে এলে তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় ওই শিশুর পরিবার সহ গ্রামবাসীরা। খুব শীঘ্র দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন এসডিপিও সাগর রানা।

advertisement

আরও পড়ুন :  ৯০ দিনের মাথায় হাঁসখালি গণধর্ষণকাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই

মৃত শিশুর বাবা নরেন দাস বলেন,  ‘‘আমার ছেলের মৃত্যুর পর সাত দিন কেটে গেলেও পুলিশ এখনও দোষীদের গ্রেফতার করতে পারেনি। দিনের পর দিন কেটেই যাচ্ছে। পুলিশ কোনও ব্যবস্থাই নিচ্ছে না। আমি চাই আমার ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তির দেওয়া হোক।’’ গ্রামবাসী চন্দন সরকার বলেন, ‘‘ ছেলেটা চার দিন নিখোঁজ থাকার পর ওর পচা গলা দেহ উদ্ধার হয়েছিল বাঁশবাগান থেকে। আমরা নিশ্চিত ওকে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা কী কারণে ওই একটা ছোট ছেলেকে খুন করল তা এখন ও পুলিশ সঠিকভাবে জানাচ্ছে না । আমরা গ্রামবাসীরা চাই দোষীদের গ্রেফতার করা হোক।’’

advertisement

আরও পড়ুন :  করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ, সংশয়ের মুখে তারকেশ্বরের শ্রাবণী মেলা 

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এস ডি পি ও সাগর রানা বলেন, ‘‘ ওই শিশুর মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত চলছে । তদন্তের সঙ্গে কোনও ফাঁক থাকবে না । খুব শীঘ্র দোষীরা ধরা পড়বে ।’’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Death : শিশুর রহস্যমৃত্যুতে ৭ দিন পরও অধরা অপরাধী, এসডিপিওকে ঘেরাও করে বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল