দুর্গাপুজোর মধ্যে ঘুরে আসতেই পারেন হাতের কাছে সুভাষ উদ্যানে। পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোকর্ণ এলাকায় পুকুরকে কেন্দ্র করে ৬০ বিঘা জমির উপর তৈরি করা হয়েছে এই উদ্যান। পার্কের মধ্যে ঢুকলেই দেখা যাবে নানা মুর্তি। আছে সিমেন্টের হাতি, গরু, ডলফিন, গণ্ডার ও বিভিন্ন প্রজাতির ছাগল। সঙ্গে বিশাল বাগান। ফুল থেকে আরম্ভ করে বিভিন্ন গাছ, যা নজর কাড়বে সকলের। তবে পার্কের মধ্যে সত্যিকারের মাছ ও নানা ধরনের পাখির দেখা মিলবে অনায়াসেই।
advertisement
কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ৮ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মাণ করা হয়েছে সুসজ্জিত নেতাজি সুভাষ উদ্যান। পুজোর মধ্যে বাচ্চাদের নিয়ে ছুটি কাটাতে একদিন বা এক বেলার জন্য আসা যেতে পারে এই পার্কে।
গুগুল লোকেসনঃ https://maps.app.goo.gl/v9vr4DddF8nSe6rq7
পার্ক দৈনন্দিন বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
কৌশিক অধিকারী