কান্দি জেল রোড এলাকায় গ্রিন ইউনিয়নের পরিচালনায় চলছে সরস্বতী পুজোর নজরকাড়া প্রস্তুতি। এবারে তাদের সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ ‘কৃষ্টিই সৃষ্টি’। এবছর তাদের পুজো ১৩ বর্ষে পদার্পণ করতে চলছে। প্রতিবছরের ন্যায় এবছরও তাদের পুজোয় এক বিশেষ থিমকে ফুটিয়ে তোলা হচ্ছে। বিগত বছরগুলিতে মহিলা দেশপ্রেমিক, বাংলার ক্রীড়া এইরকম একাধিক থিমে নজর কেড়েছিল গ্রিন ইউনিয়নের সরস্বতী পুজোর আয়োজন।
advertisement
আরও পড়ুন: সরস্বতীর পুজোর থিম অক্ষর ধাম মন্দির! চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথায় জানুন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর সরস্বতী পুজোয় গ্রিন ইউনিয়নের বিশেষ আকর্ষণ ‘কৃষ্টিই সৃষ্টি’, যা মূলত কৃষক সমাজকে সম্মান জানাতে তৈরি করা হচ্ছে। গ্রাম বাংলার কৃষকদের নিত্যজীবনের সাথে জড়িত কিছু প্রয়োজনীয় জিনিসকে এই থিমের মাধ্যমে মূলত ফুটিয়ে তোলা হচ্ছে। বহরমপুর থেকে আগত এক থিম শিল্পীর কথায়, “এই সরস্বতী পুজোর প্রস্তুতি গত দুই মাস ধরে চলছে। এই মণ্ডপ সজ্জায় গ্রাম বাংলার সাথে জড়িত কিছু উপকরণকে তুলে ধরা হয়েছে। চাষিদের ধানের গোলা, আনাজ ভর্তি বস্তা, লাল গামছা, খেজুর গাছ ইত্যাদি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। বারো মাসে তেরো পার্বণের ছবি নজর কাড়তে চলেছে দর্শনার্থীদের।”
গ্রিন ইউনিয়নের অন্যতম সদস্য ইন্দ্রজিত ভট্টাচার্যের কথায়, আগত দর্শনার্থীদের জন্য মণ্ডপসজ্জা এবং প্রতিমা ছাড়াও রয়েছে আলোকসজ্জার বিশেষ আকর্ষণ। তার কথায়, এবছর তাদের বিশেষ ভাবনা কান্দিবাসীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ। এছাড়া সবুজায়নের উদ্দেশ্যে তরুণ প্রজন্মের হাতে গ্রিন ইউনিয়নের পক্ষ থেকে একটি করে বৃক্ষ তারা তুলে দেবেন বলে জানিয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের সরস্বতী পুজো বিশেষ উদ্বোধন রয়েছে এবং সেইদিনই সাধারণ মানুষের জন্য এই পুজোর মণ্ডপ খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কৌশিক অধিকারী