শুক্রবার রাত থেকে দেখা যায় উত্তর পাড়ার ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। তবে সেই পোস্টটা কে বা কারা লাগিয়েছে তা জানা যায়নি। সেই কারণেই হয়তো পোস্টারে লেখা নেই ঠিক কি কারণে এই পোস্টার লাগানো। সম্প্রতি কিছু মাস আগেও এই একই রকম পোস্টার পড়েছিল কাঞ্চনের নামে। তখনও তার প্রতিক্রিয়া দিয়েছেন কাঞ্চন। এই বারেও তিনি দিলেন তার নিখোঁজ পোষ্টারের প্রতিক্রিয়া।
advertisement
নিখোঁজ পোস্টার প্রসঙ্গে কাঞ্চন মল্লিক বলেন, তিনি সশরীরে উপস্থিত রয়েছেন তার বিধানসভা এলাকায়। নিয়মিতভাবেই তার আসা-যাওয়া। উত্তরপাড়া কোন্নগর এলাকায় তরজা অফিস রয়েছে সেখানে নির্ধারিত সময় মতন উপস্থিত থাকেন বিধায়ক। এমন কী যেই দিন পোস্টটা পড়েছে সেই দিন সকালেও তিনি কোন্নগরে উপস্থিত ছিলেন দেওয়াল লেখার জন্য। কে বা কারা, তার এই পোস্টার ফেলছে তার পেছনে তাদের কী উদ্দেশ্য রয়েছে তা খুবই স্পষ্ট। কেউ ইচ্ছা করে যদি কাউকে দেখতে না চান তাতে বিধায়কের কিছু করার নেই। তবে বিধায়ক হিসেবে তার যা কাজ তিনি তা সম্পূর্ণভাবে করেন।
এই বিষয়ে বিজেপির রাজ্য কমিটির মুখপাত্র প্রণয় রায় তিনি জানান, এই পোস্টার দেওয়ার কালচার পুরোটাই তৃণমূলের। তাদের দলের অভ্যন্তরীণ সমস্যা থেকেই এই ধরনের পোস্টার। তিনি আরও বলেন এই সময়টা কাঞ্চনের হানিমুন পিরিয়ড এই সময় তাকে দেখা না যাওয়াটাই খুব স্বাভাবিক।
রাহী হালদার