TRENDING:

আজও রাজনীতির রঙ গায়ে লাগাতে অনিচ্ছুক কামদুনি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কামদুনি: ২০১৩র ৭ই জুনের পর একাধিক ভোট দেখেছে কামদুনি। কিন্তু কোন পতাকা ধরেনি। প্রচারে নামেনি কোন রাজনৈতিক দলের হয়ে। যদিও প্রস্তাব ছিল প্রায় সব প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকেই। এবারও তার ব্যতিক্রম নয়। অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে। প্রতিবাদ ছিল নারী নির্যাতনের। বন্ধুর হয়ে, ছাত্রীর হয়ে রুখে দাঁড়িয়েছিলেন টুম্পা আর মৌসুমী । তেরো থেকে উনিশ। এখনও বিচার পায়নি কামদুনির মেয়ে। কিন্তু আজও রাজনীতির রঙ গায়ে লাগাতে অনিচ্ছুক কামদুনি।
advertisement

নির্যাতিতার পরিবার এখন আর কেউ থাকেন না কামদুনিতে। ঘটনার প্রাথমিক বেসামাল অবস্থা কাটিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকারও। কিন্তু এখনও নির্যাতিতা বন্ধুর জন্য বিচার চান টুম্পা মৌসুমীরা। এখনও রাজ্যের যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটে সেখানেই আন্দোলনের সঙ্গী হন তাঁরা। কিন্তু রাজনীতির রঙ লাগান না গায়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বহুবার ডাক এসেছে সরকার থেকে বিরোধী সব রাজনৈতিক দলের পক্ষ থেকে। নির্বাচনে প্রার্থী হওয়ার অনুরোধ। সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন। এবারো ডাক এসেছিল। ফিরিয়ে দিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজও রাজনীতির রঙ গায়ে লাগাতে অনিচ্ছুক কামদুনি