বিষ্ণুপুর-তারকেশ্বর রেললাইন (Bishnupur-Tarakeswar Rail Line) প্রকল্পটি বেশ কিছু বছর ধরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে রয়েছে এবং বিবিধ টানা পোড়েনের মধ্যে দিয়ে এটি এগিয়েছে মন্থর গতিতে। তবে সূত্রের খবর অনুযায়ী অবশেষে, পূর্ব রেল কর্তৃপক্ষ প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছে। সবচেয়ে বেশি উপকৃত হবেন বিশেষ করে যারা বিষ্ণুপুর এবং তারকেশ্বরের মধ্যে নিয়মিত যাতায়াত করেন তারা।
advertisement
আরও পড়ুন : এ বার এক ট্রেনে তারকেশ্বর-কামারপুকুর-জয়রামবাটী-বিষ্ণুপুর! সহজে জানুন বেড়ানোর হদিশ
একবার এই রেললাইন চালু হলে, এই দুটি ঐতিহাসিক স্থান ও ধর্মীয় কেন্দ্রের মধ্যে যাতায়াত অত্যন্ত সহজ হয়ে যাবে।এছাড়াও, কামারপুকুর এবং জয়রামবাটী স্টেশনগুলিতেও স্টপেজ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় যাত্রীদের এবং পর্যটকদের জন্য বিশেষ সুবিধেজনক হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ জয়রামবাটী কামারপুকুর। লাইনের কাজ সম্পূর্ণ হওয়ার পর যদি এই দুই জায়গায় স্টপ দেওয়া হয় তাহলে বাড়বে পর্যটন এবং বাড়বে স্থানীয় ব্যবসা।