TRENDING:

Kalyan Banerjee mocks Rajib Banerjee: রাজীব দলে ফেরায় ক্ষুব্ধ কল্যাণ? গানে গানেই বুঝিয়ে দিলেন অনেক কিছু

Last Updated:

গত রবিবারই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে ফেরেন তিনি (Kalyan Banerjee mocks Rajib Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীরামপুর: বিধানসভা নির্বাচনের আগে চ্যালেঞ্জ করেছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) ডোমজুড় থেকে জিততে দেবেন না৷ শেষ পর্যন্ত নিজের পুরোন কেন্দ্র ডোমজুড়ে হারের মুখ দেখেছিলেন বিজেপি প্রার্থী রাজীব৷ সেই সময় হাসি চওড়া হয়েছিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদের (Kalyan Banerjee mocks Rajib Banerjee)৷
রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিঁধে গান গাইলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিঁধে গান গাইলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
advertisement

গত রবিবারই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee in TMC)৷ আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে ফেরেন তিনি৷ আর তিনি ফিরতেই ফের ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ (Kalyan Banerjee mocks Rajib Banerjee)৷ এ দিন শ্রীরামপুরে একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে রীতিমতো গান গেয়ে নাম না করে রাজীবকে বার বার দল বদলের জন্য বিঁধলেন কল্যাণ৷ রাজীবের দলে ফেরাকে যে তিনি ভাল ভাবে নেননি, এ পরোক্ষে তাও বুঝিয়ে দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ৷

advertisement

আরও পড়ুন: 'নাম বলতে পারব না...', 'চার্টাড ফ্লাইট' নিয়ে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়! তৃণমূলে ফিরেই যা বললেন...

এর আগেও একাধিকবার গান গাইতে দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে৷ এ দিন শ্রীরামপুরে কালীপুজোর উদ্বোধনে গিয়ে মঞ্চে উঠেও মাইক্রোফোন হাতে গান ধরেন কল্যাণ৷ 'গঙ্গা আমার মা, পদ্মা আমার মা'...গান ধরে রাজীবকে বেঁধেন কল্যাণ৷ গানের মাঝেই ব্যঙ্গের সুরে তিনি বলেন, 'আমি তৃণমূলেও আছি, বিজেপি-তেও নাচি৷' কখনও আবার গানের মাঝে বলে ওঠেন, 'দৌড়ে চলে যাবো মা বলে, আবার চলে যাবো মোদির কাছে৷' সাংসদের প্যারোডি গানে তখন মঞ্চে উপস্থিত বাকিদের ও দর্শকাসনে হাসির রোল উঠেছে৷ সাংসদ কাকে নিশানা করছেন, তাও বুঝতে অসুবিধা হয়নি কারও৷ গানের শেষ দিকেও ফের একবার রাজীবকে কটাক্ষ করেন কল্যাণ৷

advertisement

আরও পড়ুন: সব জল্পনার অবসান, ফের তৃণমূলে রাজীব বন্দ্যোপাধ্যায়, যোগদানের কাউন্টডাউন শুরু

তবে মঞ্চ থেকে নেমে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তৃণমূল সাংসদ৷ তিনি শুধু বলেন, 'যা বলেছিলাম সবকিছু ভুলে গিয়েছি৷ কিন্তু আরও অনেকেই ফিরব৷ তাঁদেরকেও বলব, তোমাদের যা যা বলেছি, ভাই ওসব মনে রেখে রাগ করে থেকো না৷'

advertisement

কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ডোমজুড় কেন্দ্রটি৷ সেই কারণেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখানোর চ্যালেঞ্জ আরও বেশি করে নিয়েছিলেন কল্যাণ৷ নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারীকেও নিয়মিত আক্রমণ করতেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Rana Karmakar

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalyan Banerjee mocks Rajib Banerjee: রাজীব দলে ফেরায় ক্ষুব্ধ কল্যাণ? গানে গানেই বুঝিয়ে দিলেন অনেক কিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল