TRENDING:

Theft : সাবধান! এই কালীপুজোয় অচেনা কেউ ফুল, বেলপাতা আনার কাজ দিলে যাবেন না! ফাঁদে পা দিলেই ঘোর সর্বনাশ

Last Updated:

Theft : পুজোর ফুল, আমপাতা, বেলপাতা জোগাড়ের ব্যস্ততা চারিদিকে। আর সেই সুযোগকেই হাতিয়ার করে অভিনব প্রতারণা চালাল একদল দুষ্কৃতী। বর্ধমানের নাদনঘাট থানার ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রাত পোহালেই কালীপুজো। তার আগে পুজোর ফুল, আমপাতা, বেলপাতা জোগাড়ের ব্যস্ততা চারিদিকে। আর সেই সুযোগকেই হাতিয়ার করে অভিনব প্রতারণা চালাল একদল দুষ্কৃতী। গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার মতোই কায়দায় তারা গাছে ওঠানো যুবকদের মোবাইল নিয়ে চম্পট দিল! রবিবার পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত নতুনপাড়া এলাকার ঘটনা।
নাদনঘাট থানার সামনে প্রতারিতরা।
নাদনঘাট থানার সামনে প্রতারিতরা।
advertisement

প্রতারিত চার যুবক সঞ্জু রায়, সূর্য জয়ধর, শুধন্য মণ্ডল ও অরূপ গাইন সকলেই নাদনঘাট থানার দ্বারস্থ হয়েছেন। সঞ্জু রায় জানিয়েছেন, রবিবার সকালে দুই ব্যক্তি একটি মোটরবাইকে চেপে এসে তাঁর সঙ্গে কথা বলেন। নিজেদের পরিচয় দিয়ে জানান, কালীপুজোর আগে ফুল ও বেলপাতা সংগ্রহের জন্য কিছু লোকের দরকার। অল্প কাজ, মাত্র এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শেষ হবে। এরকম প্রলোভন দেখিয়ে বলেন, প্রতি শ্রমিককে ৩০০ টাকা মজুরি দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন : দুর্ভিক্ষে গ্রামবাসীদের অন্ন-বস্ত্র জোগাতে ডাকাতি, ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে পুজো শুরু ‘এই’ কালীর

প্রস্তাবে রাজি হয়ে যায় সঞ্জু ও তাঁর তিন বন্ধু। এরপর ওই দুই ব্যক্তি তাদের নিয়ে যায় নাদনঘাটের কলাবাগান এলাকার অঙ্গওয়াড়ি স্কুল সংলগ্ন বাগানে।  সেখানে বেশ কিছু আম ও বেলগাছ ছিল। প্রতারকরা গাছগুলির দিকে দেখিয়ে বলে, এই গাছগুলি থেকে আমের শাখা ও বেলপাতা পাড়তে হবে, দেড় টাকা করে পিস দেব। স্থানীয় এক মহিলার কাছেও তারা গাছের মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করে যেন কাজটা একেবারে বাস্তব মনে হয়। সঞ্জু বলেন, “আমরা ওদের সন্দেহ করিনি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের বাঁচাতে ডাকাতি ব্রিটিশ ট্রেনে, রক্ষা পেয়ে ডাকাতদলের হাতে পুজো শুরু 'এই' কালীর
আরও দেখুন

গাছে ওঠার সময় পকেটে ফোন রাখলে অসুবিধা হচ্ছিল, তাই ফোনগুলি এক জায়গায় নামিয়ে রাখলাম। কিছুক্ষণ পর দেখি ফোন নেই, লোক দু’টোও গায়েব!” চার যুবকেরই মোবাইল ফোন উধাও হয়ে যায়। দুষ্কৃতীরা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এরপরই ওই চারজন নাদনঘাট থানায় ছুটে গিয়ে অভিযোগ জানান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে এই ধরনের প্রতারণা এলাকায় এই প্রথম ঘটল। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Theft : সাবধান! এই কালীপুজোয় অচেনা কেউ ফুল, বেলপাতা আনার কাজ দিলে যাবেন না! ফাঁদে পা দিলেই ঘোর সর্বনাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল