TRENDING:

Chinese Kite String: মুদিখানা দোকানের আড়ালে চলছিল কীসের কারবার! চোখ কপালে সকলের

Last Updated:

Chinese Kite String: কয়েক দিন আগেই নিষিদ্ধ এই সুতো বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছিল কালনা থানার পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা : বার বার সচেতনতাই সার। চিনা মাঞ্জা সুতোর ব্যবহার বন্ধ করা যাচ্ছে না কিছুতেই। এর আগেও এই সুতোর ব্যবহার, বিক্রি বন্ধে অভিযান চালিয়েছিল পুলিশ। ফের কালনায় পুলিশের অভিযানে গ্রেফতার হল এক ব্যবসায়ী। মুদিখানা দোকানের আড়ালে চিনা মাঞ্জা সুতোর ব্যবসা চালাচ্ছিলেন তিনি। কয়েক দিন আগেই নিষিদ্ধ এই সুতো বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছিল কালনা থানার পুলিশ। ফের আরও একজনকে গ্রেফতার করা হল।
এর আগেও এই সুতোর ব্যবহার, বিক্রি বন্ধে অভিযান চালিয়েছিল পুলিশ
এর আগেও এই সুতোর ব্যবহার, বিক্রি বন্ধে অভিযান চালিয়েছিল পুলিশ
advertisement

এবার চিনা মাঞ্জা সুতো বিক্রির অভিযোগে এক মুদিখানার দোকানদারকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ধৃতের নাম সুভাষ দত্ত। তার বাড়ি কালনার শাসপুরে। তার কাছ থেকে প্রচুর পরিমাণে চিনা মাঞ্জা সুতো উদ্ধার হয়েছে।

আরও পড়ুন :  আবাস যোজনার বাড়িকে ঘিরে আশায় বুক বাঁধছেন ইটভাটার মালিক থেকে কর্মীরা

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে কালনা ছোট দেউড়ি মোড় এলাকা থকে পলাশ মণ্ডল নামে এক ঘুড়ি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে প্রচুর চিনা মাঞ্জা সুতো উদ্ধার করা হয়েছিল। এরপর গোপন সূত্রে খবর পেয়ে কালনা শাসপুর মোল্লাপাড়া এলাকায় একটি মুদিখানার দোকানে হানা দেওয়া হয়। দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর চিনা মাঞ্জা সুতো উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী মুদিখানার দোকানের আড়ালে চিনা মাঞ্জা সুতো বিক্রি করছিল। ব্যবসায়ী সুভাষ দত্ত নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন :  পিঠে ভারী 'সুইগি ব্যাগ', চিলতে ঘরে সন্তানদের পড়া চালিয়ে যেতে মরিয়া এই পরিচারিকা

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

বাসিন্দারা বলছেন, আগে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যেত। পড়ুয়ারা তার পর থেকেই ঘুড়ি ওড়ানো শুরু করে দিত। রাজ আমলের প্রথা মেনে বর্ধমান, কালনায় এখনও ঘুড়ির মেলা হয়। তার পরও বেশ কিছু দিন ঘুড়ি ওড়ানো চলে। ঘুড়ির সেই চায়না মাঞ্জা সুতোর কারণে মাঝেমধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। রাস্তায় পড়ে থাকছে চিনা মাঞ্জা। তাতে দুর্ঘটনায় পড়ছেন মোটর সাইকেল আরোহীরা। কিছুদিন আগেই কালনা রেল গেট এলাকায় এক মোটর সাইকেল আরোহীর গলা কেটে গিয়েছিল চিনা মাঞ্জা সুতোয়। তারপর থেকেই এই সুতোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chinese Kite String: মুদিখানা দোকানের আড়ালে চলছিল কীসের কারবার! চোখ কপালে সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল