এবার চিনা মাঞ্জা সুতো বিক্রির অভিযোগে এক মুদিখানার দোকানদারকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ধৃতের নাম সুভাষ দত্ত। তার বাড়ি কালনার শাসপুরে। তার কাছ থেকে প্রচুর পরিমাণে চিনা মাঞ্জা সুতো উদ্ধার হয়েছে।
আরও পড়ুন : আবাস যোজনার বাড়িকে ঘিরে আশায় বুক বাঁধছেন ইটভাটার মালিক থেকে কর্মীরা
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে কালনা ছোট দেউড়ি মোড় এলাকা থকে পলাশ মণ্ডল নামে এক ঘুড়ি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে প্রচুর চিনা মাঞ্জা সুতো উদ্ধার করা হয়েছিল। এরপর গোপন সূত্রে খবর পেয়ে কালনা শাসপুর মোল্লাপাড়া এলাকায় একটি মুদিখানার দোকানে হানা দেওয়া হয়। দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর চিনা মাঞ্জা সুতো উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী মুদিখানার দোকানের আড়ালে চিনা মাঞ্জা সুতো বিক্রি করছিল। ব্যবসায়ী সুভাষ দত্ত নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন : পিঠে ভারী 'সুইগি ব্যাগ', চিলতে ঘরে সন্তানদের পড়া চালিয়ে যেতে মরিয়া এই পরিচারিকা
বাসিন্দারা বলছেন, আগে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যেত। পড়ুয়ারা তার পর থেকেই ঘুড়ি ওড়ানো শুরু করে দিত। রাজ আমলের প্রথা মেনে বর্ধমান, কালনায় এখনও ঘুড়ির মেলা হয়। তার পরও বেশ কিছু দিন ঘুড়ি ওড়ানো চলে। ঘুড়ির সেই চায়না মাঞ্জা সুতোর কারণে মাঝেমধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। রাস্তায় পড়ে থাকছে চিনা মাঞ্জা। তাতে দুর্ঘটনায় পড়ছেন মোটর সাইকেল আরোহীরা। কিছুদিন আগেই কালনা রেল গেট এলাকায় এক মোটর সাইকেল আরোহীর গলা কেটে গিয়েছিল চিনা মাঞ্জা সুতোয়। তারপর থেকেই এই সুতোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ।