জন্মদিন পালিত হয় অনেকেরই।ঘরে বিশেষ রান্না হয়। পায়েস হয়। সন্ধ্যেবেলায় ডাকা হয় বন্ধুদের। এই রকমই জন্মদিন দেখে আসছিল কালনার উমরপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু এ বার যে জন্মদিনটা একেবারেই অন্যরকম হবে তা ভেবে উঠতে পারেনি তাদের কেউই। সেই অভিনব উদ্যোগ নিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শুধু কেক কাটার মধ্য দিয়েই আনন্দের শেষ নয়। পড়ুয়াদের জন্য ছিল ভুরিভোজের আয়োজনও। তাদের সন্তানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগ দেখে অভিভূত অভিভাবকরাও।
advertisement
আরও পড়ুন : ৮০০ গ্রাম ওজনের সদ্যোজাতকে সুস্থ অবস্থায় মায়ের কাছে ফিরিয়ে দিলেন রানাঘাট মহকুমা হাসপাতালের ডাক্তাররা
কালনার উমরপুর প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকারা জানালেন, নভেম্বর ও চলতি মাসের প্রথম সপ্তাহে স্কুলে ছাত্র-ছাত্রীদের ভর্তির সার্টিফিকেট অনুযায়ী জন্মদিন ধরে ১৮ জনের তালিকা তৈরি করা হয়। ঠিক হয় মঙ্গলবার স্কুলের পরীক্ষার শেষে ওই পড়ুয়াদের জন্মদিন পালন করা হবে। সেই মতো এদিন স্কুল প্রাঙ্গন বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়। কেক কাটা হয়। আঠারো জনের মাথায় ওঠে হ্যাপি বার্থ ডে টুপি।আবৃত্তি, নাচ গানের মধ্য দিয়ে সহপাঠীদের জন্মদিনের আনন্দ মেতে ওঠে সকলে। অনুষ্ঠানের শেষে ছিল ভাত, ডাল, তরকারি, মুরগির মাংস, চাটনি ও মিষ্টি।
আরও পড়ুন : উল্লসিত বাসিন্দারা, এই প্রথম প্রচুর পরিযায়ী পাখি এল কালনার ছাড়িগঙ্গায়
শিক্ষক শিক্ষিকারা জানালেন, করোনার সময় রাজ্যজুড়েই স্কুলছুট একটা অন্যতম সমস্যা হয়ে দেখা দিয়েছিল। তাছাড়া শিশুরা অনেকেই স্কুলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে অসুবিধায় পড়ে। স্কুল যে তাদের কাছে একটা আনন্দের জায়গা তা বোঝাতেই তাদের এভাবে কাছে টেনে নেওয়ার উদ্যোগ। এরপর এই স্কুলকে তাদের ভাল লাগবে বলেই আশা করা যায়।