ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে তামাকবিরোধী পোস্টার লাগানো হয়েছিল। এদিন জেলা টোবাকো কন্ট্রোলের তিন সদস্যের প্রতিনিধি দল সেখানে এসে ধূমপানরত একাধিক ব্যক্তিকে হাতেনাতে ধরে জরিমানা করে। অভিযানে উপস্থিত ছিলেন কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার ও ক্যাম্পে থাকা পুলিশকর্মীরাও।
রেলযাত্রীদের জন্য সুখবর! ২২আগস্ট থেকে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন! কোন রুটে দেখে নিন
advertisement
গরম যতই বাড়ুক চড়চড়িয়ে বাড়বে না ইলেকট্রিক বিল! ১০০ ইউনিট কমান প্রতি মাসে! কী ভাবে? জেনে নিন ‘ট্রিক’
অভিযান চলাকালীন হাসপাতালের ভেতরে ও আশপাশের দোকান, এমনকি ক্যান্টিনেও তামাকজাত দ্রব্য বিক্রি নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়দের অভিযোগ ঘিরে পুলিশের সঙ্গে তর্কাতর্কির ঘটনাও দেখা যায়।
জেলা টোবাকো কন্ট্রোল দপ্তরের তরফে সুবর্ণময়ী সামন্ত জানান, “আমরা জেলাজুড়ে বিভিন্ন হাসপাতালে এভাবে সচেতনতা অভিযান চালিয়েছি। এর ফলে অনেক জায়গায় নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আজ কালনা মহকুমা হাসপাতালেও সেই প্রোগ্রাম চালানো হলো।”
এই অভিযানের ফলে কালনা মহকুমা হাসপাতাল চত্বরে তামাকজাত দ্রব্য সেবন ও বিক্রি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল প্রশাসন।