এর আগে দুটি লঞ্চ পরিষেবা থাকলেও, তা প্রায়শই ভিড়ের চাপে সমস্যার মুখে পড়ত। নতুন এই পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের যাতায়াতে অনেকটাই স্বস্তি মিলবে বলে আশা প্রকাশ করেছেন ঘাট কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের ওই ঘাট কর্তৃপক্ষের তরফে উজ্বল সাহা বলেন, “আমাদের দুটি লঞ্চ ছিল, এটা নিয়ে তিনটে হল। এর ফলে আমাদের এবং যাত্রীদের অনেক সুবিধা হবে।”
advertisement
আরও পড়ুন: ৪ লাখ চারা বিলি…! শুধু বৃক্ষরোপণ নয়, রয়েছে এক মহৎ উদ্দেশ্য
এছাড়াও ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, পুজোর আগে এই নতুন লঞ্চ চালু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে কালনার ঐতিহ্যবাহী মহিষমর্দিনী পুজো ঘিরে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। অতিরিক্ত লঞ্চ পরিষেবা থাকলে চাপ অনেকটাই কমবে এবং পরিষেবার গুণগত মানও বজায় থাকবে।” এই বিষয়ে মহকুমা শাসক শুভম আগরওয়াল জানান, “পরিবহন দফতরের সহযোগিতায় আজ একটি নতুন লঞ্চ পরিষেবা চালু হল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী দিনে আরও একটি লঞ্চ পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। সেই পরিষেবা চালু হলে যাত্রী সুবিধা আরও বৃদ্ধি পাবে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই পরিষেবা শুধু যাতায়াতই সহজ করবে না, বরং বাণিজ্যিক দিক থেকেও উপকৃত হবে এলাকাটি।
বনোয়ারীলাল চৌধুরী