অন্যান্য কাউন্সিলররা তাঁকে নিরস্ত্র করেন। ফলে দুর্ঘটনা কিছু ঘটেনি। জানা গিয়েছে, ওই কাউন্সিলরের নাম অনিল বসু। তিনি কালনার দশ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। এদিন দলের নির্দেশ অমান্য করে তপন পোড়েলকে পুর প্রধান হিসেবে বেছে নেন সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা। তা নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গেও তাঁকে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। এরপরই ঝাঁপ দিতে উদ্যত হন ওই কাউন্সিলর।
advertisement
আরও পড়ুন- বিয়ে হলেও স্ত্রী জন্ম দিতে পারবেন না সন্তান, প্রেগন্যান্ট স্ত্রীকে পেটে লাথি!
গোলমাল দেখে পুর প্রধানকে শপথ বাক্য পাঠ না করেই সভাকক্ষ ছাড়েন মহকুমা শাসক। অন্যদিকে দলের নির্দেশ মানতে হবে এই দাবিতে অনুগামীদের নিয়ে পথ অবরোধ করেন বিধায়ক অলোক মাঝি। সব মিলিয়ে চরম অচলাবস্থা তৈরি হয়েছে কালনায়।
আজ কালনার পুরশ্রী সভাকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কাউন্সিলরদের একটা বড় অংশ তপন পোড়েলকে চেয়ারম্যান করার এই দাবি তোলেন। তা কার্যকর করতে তারা একজোট হন। সেই খবর বাইরে আসতেই তৃণমূলের জেলা যুব সভাপতি তথা বিধায়ক মাঝি অনুগামীদের নিয়ে অবস্থান-বিক্ষোভে বসেন।
আরও পড়ুন- দলের পছন্দ খারিজ! বিজেপি-র সমর্থনে চেয়ারম্যান বাছাই, তুলকালাম খড়ার পুরসভায়
সভাকক্ষের ভেতরে বারো জন কাউন্সিলর তপন পোড়েলকেই পুর প্রধান হিসেবে নির্বাচন করেন। তা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছয়। মন্ত্রী স্বপন দেবনাথ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ চরম উত্তেজিতভাবে তাঁকে কথাবার্তা বলতে দেখা যায়। ধস্তাধস্তিও হয় কয়েক জনের সঙ্গে। এরপরই রেলিংয়ে উঠে লাফ দিতে উদ্যত হন ওই কাউন্সিলর। এক্কেবারে লাফ দিয়ে রেলিংয়ে উঠে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে টেনে নামান অন্যান্যরা।