TRENDING:

East Bardhaman News: সময় পেলেই শুরু...! ভাগ্যশ্রীর হাতেই রয়েছে জাদু, নীরবে যা করছেন এই মেয়ে, জানলে গর্ব হবে

Last Updated:

East Bardhaman News: অল্পবয়সীরা অধিকাংশ সময় কাটায় রিলস দেখা কিংবা মোবাইল গেমে, সেখানে ভাগ্যশ্রী নিঃশব্দে নিজের হাতে বুনে চলেছে বাংলার গর্ব “জামদানি” শাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা: আজকের নতুন প্রজন্ম যখন মোবাইল ফোনে আসক্ত, তখনও কেউ কেউ ব্যতিক্রম তৈরি করছে। পূর্ব বর্ধমানের কালনার দত্ত দ্বারিয়াটন গ্রামের একাদশ শ্রেণির ছাত্রী ভাগ্যশ্রী দাস তেমনই এক উজ্জ্বল নাম। যেখানে অল্পবয়সীরা অধিকাংশ সময় কাটায় রিলস দেখা কিংবা মোবাইল গেমে, সেখানে ভাগ্যশ্রী নিঃশব্দে নিজের হাতে বুনে চলেছে বাংলার গর্ব ‘জামদানি’ শাড়ি। বাংলার হস্তচালিত তাঁতের শিল্প আজ হারানোর মুখে। কালনা মহকুমা জুড়ে বহু তাঁতি একসময় শাড়ি বুনতেন, কিন্তু বাজারে চাহিদা কমে যাওয়ায় আজ অনেকেই কাজ ছেড়ে চলে গেছেন অন্য রাজ্যে।
advertisement

নতুন প্রজন্মের মধ্যেও আগ্রহ নেই এই কাজে। তবে সেই স্রোতের ঠিক উল্টো পথে হাঁটছে ভাগ্যশ্রী। পড়াশোনার পাশাপাশি যখনই সময় পায়, বসে পড়ে তাঁতের সামনে। নিখুঁত হাতে বুনে চলে রঙিন জামদানি শাড়ি। ভাগ্যশ্রী এই প্রসঙ্গে জানিয়েছে, ‘আমার জামদানি বুনতে খুব ভাল লাগে। মায়ের কাছে এই কাজ শিখেছি। পড়াশোনার বাইরে সময় পেলেই আমি এই কাজ করি। তিন বছর ধরে এই কাজ করছি। আমার কাজটা করতে ভাল লাগে আর পড়াশোনার খরচও উঠে যায়। পড়াশোনা করি, বাড়ির কাজও করি আবার শাড়িও বুনি।’

advertisement

আরও পড়ুন-কফিনে শেষ পেরেক পুঁতেছিলেন ‘ইনি’, তারপরই ভাঙন…! অভিষেক-করিশ্মার বিচ্ছেদের আসল ‘খলনায়ক’ কে? পরিচয় জানলে ঘৃণা হবে

তার বোনা শাড়ি শুধুই শিল্প নয়, সেটা হয়ে উঠেছে তার স্বপ্ন পূরণের সিঁড়ি। সেই শাড়ি বিক্রি করেই সে নিজের পড়াশোনার খরচ চালায়। শুধুমাত্র একটি শাড়ি নয়, ভাগ্যশ্রীর তৈরি বহু শাড়ি বিক্রি হয়েছে ভাল দামে। একজন কিশোরী ছাত্রী হয়েও এত বড় দায়িত্ব নেওয়া, এবং বাংলার ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভাগ্যশ্রীর মা সুনিতা দাস জানিয়েছেন, ‘ও কোথাও ঘুরতে যায়না। সময় পেলেই চলে আসে শাড়ি বুনতে। আমারও ভাল লাগে যে ও এই কাজ করছে সেটা দেখে। ঘরের কাজ, পড়াশোনা, শাড়ি বোনা সবই করে।’

advertisement

View More

আরও পড়ুন-২৪ বছর পর সেই ‘মাহেন্দ্রক্ষণ’…! শ্রাবণ মাসে বিরল রাজযোগ, ৪ রাশিকে সোনায় মুড়ে দেবেন দেবাদিদেব মহাদেব, শিবের আশীর্বাদে আয়-উন্নতির ফোঁয়ারা

ভাগ্যশ্রী প্রমাণ করে দিয়েছে ইচ্ছা থাকলে, কোনও কাজই ছোট নয়। মোবাইলের নেশায় ভেসে না গিয়ে, নিজের ভবিষ্যত ও সংস্কৃতিকে রক্ষা করার এই প্রচেষ্টাও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উচিত। হোক সে ভাইরাল, যাতে আরও অনেক পড়ুয়া অনুপ্রাণিত হয়। কে জানে, ভাগ্যশ্রীর হাতে বোনা এই জামদানিই একদিন বদলে দেবে তার ভাগ্য এবং একইসঙ্গে আরও উজ্বল করে তুলবে বাংলার এই ঐতিহ্যকেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: সময় পেলেই শুরু...! ভাগ্যশ্রীর হাতেই রয়েছে জাদু, নীরবে যা করছেন এই মেয়ে, জানলে গর্ব হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল