আরও পড়ুন-কয়েক পা হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন? সিঁড়ি ভাঙতে কষ্ট? সাবধান…! কীসের উপসর্গ? জেনে নিন
সূত্রের খবর,নদিয়ার শান্তিপুর শ্যামবাজার এলাকায় কালী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন স্বামীর মোটর বাইকের পেছনে বসা স্ত্রীর গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে একটি বারোয়ারি কালীপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। স্বামী প্রতিবাদ করতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। একই সঙ্গে মারধর করা হয় স্ত্রী ও স্বামীর এক বন্ধুকে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মারধরের পর অসুস্থ হয়ে পড়েন স্ত্রী।
advertisement
এরপর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই মহিলাকে। শনিবার রাত প্রায় দশটা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্ত স্বামী-স্ত্রী এবং স্বামীর বন্ধুর বাড়ি শান্তিপুর থানা এলাকায়। লিখিত অভিযোগের পর শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।